চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ। তারা রোগীদের সঙ্গে নানারকম হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানা গেছে।
শাসনিক (৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগ প্রভবন থেকে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।আটকরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন দক্ষিণ চরতী গ্রামের সুধীর মাস্টার বাড়ির মৃত খোগেন্দ্র দাসের ছেলে বাদল দাস (৫১), সীতাকুণ্ড থানাধীন মধ্য সলিমপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন(৩৫) এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন নাটেশ্বর হাজী বাড়ির মৃত খেফায়েত উল্লাহর ছেলে মোশারফ হোসেন (৩৪)।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দালালরা রোগীদের নানা হয়রানি করে। হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।