নাটোরের গুরুদাসপুরে তুলসী নদী রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে পাটপাড়া বাজার এলাকায় মানববন্ধন করেন তারা।
স্থানীয় সমাজকল্যাণ যুব সংঘ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল ওহাব, চলনবিল প্রেস ক্লাবের সভাপতি আলী আক্কাছ, এমদাদুল হক, নিখিল চন্দ্র প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, কচুরিপানা যদি মূল সমস্যা হয় সেক্ষেত্রে উপজেলা প্রশাসন তা অপসারণে দ্রুত ব্যবস্থা নেবে।