কলকাতায়,,৫৮ তম বর্ষে, দুই বাংলার সেরার সেরা শক্তি-সম্মান ২০২৪ এ ভূষিত হলেন, সরশুনা ব্রাইট স্টার ক্লাব।
nagarsangbad24
-
প্রকাশিত: নভেম্বর, ৩, ২০২৪, ২:০৩ পূর্বাহ্ণ
-
২২ ০৯ বার দেখা হয়েছে
কলকাতায়,,৫৮ তম বর্ষে, দুই বাংলার সেরার সেরা শক্তি-সম্মান ২০২৪ এ ভূষিত হলেন, সরশুনা ব্রাইট স্টার ক্লাব।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
সরশুনা ব্রাইট স্টার ক্লাব প্রতি বছরের ন্যায় এ বছরও থীমের পুজোয় চমক সৃষ্টি করেছেন, এবারে তাহাদের ভাবনা… সময়ের সাথে- নতুন রূপে , একটি সুন্দর নামকরণের মধ্য দিয়ে তারা টিমের সাথে প্রতিমার সামঞ্জস্য রেখে এবারের পূজোর আয়োজন করেছেন। পুরানো কে না ভুলে নতুন সৃষ্টির পথে এগিয়ে চলেছেন।
প্রতিবছর থিমের প্রতিযোগিতায়, বেশ কয়েকটি করে সম্মান ছিনিয়ে নেন সরশুনা ব্রাইট স্টার ক্লাব, এবারো তাহারা দৈনিক দুরন্ত বাংলার পরিচালনায়, সেরা সেরা ভাবনা ও প্রতিমায়, দুই বাংলার শক্তি সম্মান২০২৪ ছিনিয়ে নিয়েছেন, বেশ কয়েকজন ফটোগ্রাফার বিভিন্ন এলাকায় তিনদিন যাবৎ ক্লাবের পুজো গুলি পরিক্রমা করে, থিম ও প্রতিমার বিচার করেছেন।
দুই বাংলার নিউজ চ্যানেলের সম্পাদক, পরিচালক, সাংবাদিক শম্পা দাস,… সরশুনা ব্রাইট স্টার ক্লাবের প্রেসিডেন্ট উৎপল দত্ত সহ ক্লাবে সেক্রেটারী এবং ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে থিম ও প্রতিমার উপর, দুই বাংলার শক্তি-সম্মান ২০২৪ তুলে দেন। এবং সকলকে শুভ দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানান।
প্রতি বছর সরশুনা ব্রাইট স্টার ক্লাব যেমন বিভিন্ন শিল্পী , সিনেমা ও সিরিয়াল জগতের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে প্রতিমার শুভ সূচনা করেন, তেমনি পুজো কয়েক দিন ধরে চলে, ব্লাড ডোনেশন ক্যাম্প, বসে আঁকো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং ভোগ বিতরণ। এছাড়াও সরশুনা ব্রাইট স্টার ক্লাব, বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকেন সারা বছর,
কখনো স্বাস্থ্য শিবির, কখনো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, আবার কখনো বন্যা দুর্গত এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ, না না কাজে যুক্ত থেকে মানুষের সেবায় ক্লাব সদস্যরা নিয়োজিত থাকেন, এলাকার মানুষের যে কোন বিপদে ছুটে যান।দুই বাংলার শক্তি সম্মান২০২৪ পেয়ে, ক্লাবের সকল সদস্যরা আনন্দিত খুশি, তাহারা একটি কথাই বলেন আমাদের ভাবনা টা একটু অন্যরকম, ভাবনার মধ্য দিয়ে সকল মানুষের মনকে আন্দোলিত করার চেষ্টা করি। যাহাতে কোন কিছু ভুলে না যায়।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো”
এ বিভাগের আরও খবর...