নদীর তীরে জেগে ওঠা চরে শুধু শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুললে হবে না। পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে হবে। এ পুনর্বাসন নদীর তীরবর্তী ভাঙন এলাকার উন্নয়নের গুরুত্ববোধে সুষম বণ্টন করা হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহররক্ষা বাধ হার্ডপয়েন্ট এলাকা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সারাদেশে যেসব উন্নয়ন প্রকল্প চলমান, সেখানে কোনো অনিয়ম, দুর্নীতি ও প্রকল্প বাস্তবায়নে কোনো গাফিলতি আছে কি না সেগুলো তদন্ত করা হচ্ছে। এসব তদন্ত শেষে কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিষয়ে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনায়েতপুর ব্রাহ্মণগ্রাম থেকে শাহজাদপুরের হাট পাঁচিল পর্যন্ত ৬৫৩ কোটি টাকার নির্মাণাধীন যমুনা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, অভিযোগটি আমরা গ্রহণ করছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এনায়েত উল্লাহ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোকলেছুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নজরুল ইসলাম ও সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।