১৬ ডিসেম্বর, আমাদের জাতীয় গৌরবের দিন। এই দিনে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বদা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে, আমাদের সকলকে একত্রিত হয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশপ্রেমের ভিত্তিতে কাজ করতে হবে। চলুন, এই বিজয় দিবসে আমরা শপথ নিই, আমাদের প্রিয় দেশকে গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে। শ্রদ্ধা ও ভালোবাসা জানাই মুক্তিযুদ্ধের সকল বীর সন্তানদের প্রতি। বন্দর উপজেলা পরিষদের থেকে দুই বারে সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল ভাইয়ের নেতৃত্বের সবসময় আছি ও থাকবো। আমি ২৪ নং ওয়ার্ড এবং বন্দবাসীকে আজকের বিজয় মিছিলের সার্থক ও সফলতা করার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।