আজ ৩০শে ডিসেম্বর সোমবার, কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায়, প্রেস ক্লাব প্রাঙ্গণে , বর্ষশেষে গ্ৰামীন কৃষ্টি উৎসব ২০২৪ এর আয়োজন করা হয়, এর শুভ সূচনা হয় ২৩শে ডিসেম্বর এবং শেষ হয় ২৯শে ডিসেম্বর। এই মেলা চলে প্রতিদিন দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত। প্রতিদিন থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ,প্রাইজ বিতরণ অনুষ্ঠান। মেলায় অংশগ্রহণ করেন
বিভিন্ন জেলার কারুশিল্পীরা তাহাদের হাতের তৈরী জিনিস ও খাবার নিয়ে। নকশী কাঁথার সামগ্ৰী, পাট ও টেরাকোটার গহনা, পটচিত্র, মিনাকরা গহনা, কাঠের পুতুল চেয়ার টেবিল, মাদুরের কাজ, গামছা খাদি দ্রব্য সামগ্রী, বাটিক কাজের জিনিষ, জয়নাগরের মোয়া, সুন্দর বনের মধু থেকে নানা সামগ্রীর জিনিস। বিশেষ আকর্ষণ ছিল, জৈব উদ্ভিদ ও ফসল সামগ্ৰী। প্রতিদিন মঞ্চে উপস্থিত ছিলেন,
বিভিন্ন জেলার শিল্পীরা, মঞ্চে তাদের গান ও নৃত্যের মধ্য দিয়ে দর্শকদের আনন্দে ভরিয়ে তুললেন। এই অনুষ্ঠান প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলতে থাকে, অনুষ্ঠান দেখার জন্য সকলের প্রবেশ অবাধ ছিলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, ঝাড়গ্রামের ঝুমুর গান, পুরুলিয়ার ছৌ নৃত্য, নদীয়ার ফকিরি গান, উঃ চব্বিশ পরগনা র ভাটিয়ালি গান, মুর্শিদাবাদের কবিগান, দার্জিলিং এর মারুশি নৃত্য, কোচবিহারের ভাওয়ায়ি গান,
বীরভূম এর বাউল গান, আলিপুরদুয়ার এর বাগপা নৃত্য, হুগলীর রায় বেশে সহ অন্যান্য শিল্পীরা, যাহারা এই মেলায় অংশগ্রহণ করেছিলেন, শিল্পী থেকে বিক্রেতারা, একটা কথায় জানান উদ্যোগতাদের, এই রকম একটা মেলায় ও অনুষ্ঠানে সুযোগ করে
ক্লাবের মধ্যে এই ধরনের আয়োজন করার জন্য, কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের কাছে সহযোগিতা করার জন্য, কৃতজ্ঞ আগত সকল মেলা প্রেমীদের কাছে, যাহারা মেলায় এসে কেনাকাটা করেছেন এবং মেলাকে আলোকিত করে রেখেছিলেন, সুন্দর অনুষ্ঠান শেষ হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সকলের উপস্থিতিতে।