রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর যুব ও ক্রিড়া বিভাগের শীত বস্ত্র উপহার প্রদান
নেজাম উদ্দীন- বিশেষ প্রতিনিধি
রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী শিলক ইউনিয়নে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে শীত বস্ত্র উপহার প্রদান করেন। রবিবার ১২ই জানুয়ারি দক্ষিণ শিলক ইউনিয়ন শতাধিক মানুষের মধ্যে এই সব উপহার বন্টন করেন। শীত বস্ত্র উপহার অনুষ্ঠানে যুব ও ক্রীড়া বিভাগ শিলক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল গফুরের সঞ্চলানায়, সেক্রেটারি সাজ্জাদ হোসেন পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, বিশেষ অতিথি হিসাবে ছিলন শিলক জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ হামিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন পদুয়া জামায়াতে ইসলামির সভাপতি আবুল কাশেম মাষ্টার, জামায়াতে ইসলামী লালানগর ইউনিয়ন সেক্রেটারি শরীফ চৌধুরী, রোয়াজারহাট বাজার শাখার জামায়াতে ইসলামীর সভাপতি সভাপতি আবুল খায়ের, পারভেজ সহ স্থানীয় নেতৃবৃন্দগন। এই সময় বক্তরা বলেন_ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াত মানবতার সেবায় নিয়োজিত আছেন।জামায়াত আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। জনগণ যদি জামায়াতকে রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাহলে ঘরে ঘরে সেবা পৌছে যাবে। সেবা নেওয়ার জন্য জনগণকে সরকারী দপ্তরে আসতে হবে না। জামায়াত যে কোন দূর্যোগে জনগণের পাশে দাঁড়ায়। জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করে।