রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশের ইউনিফর্ম পরে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেপ্তারদের একজন হলেন চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. হাকিম উদ্দিন (৩০)।
বাকি দুজন হলেন মো. শহিদ (৩৫) ও আল আমিন মাতুব্বর (২২)।
তাদের কাছ থেকে পুলিশের ইউনিফর্মের একটি শার্ট, একটি প্যান্ট, এক জোড়া অক্সফোর্ড স্যু, পুলিশের একটি ট্র্যাকসুট, রিফ্লেকটিং ভেস্ট, পিস্তল কভার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয় হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে হাতিরঝিলের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, তিনজন লোক হাতিরঝিলের চৌধুরীপাড়ার একটি বাসার সামনে মোটরসাইকেলে এসে পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করছেন বলে গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান চালায় করে থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাকিম জানান, তিনি বাংলাদেশ পুলিশের সাবেক সদস্য। ২০২২ সালে তার চাকরি চলে যায়। এরপর থেকে বাকি দুজনকে তিনি তিনি পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাদাঁবাজি করতেন। হাকিমের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।