ফতুল্লা প্রতিনিধি।। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন, রামার বাগ এলাকার বাসিন্দা মৃত :জমির আলী মিয়ার কুখ্যাত পুত্র চিন্হিত সন্ত্রাসী ভূমিদস্যু, বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের (৬)মামলার আসামী রহিম বাদশা পুলিশ প্রশাসনের ধরা ছোঁয়ার বাহিরে। নিজ অবৈধ টাকার ক্ষমতা বলে চালাচ্ছে জমি দখল সহ নানা অপকর্ম। সুত্রে জানাযায়,
,রহিম বাদশা ফতুল্লার যুবলীগ নেতা, আজমত আলীর সহযোগী ও নারায়ণগঞ্জ শহর যুবলীগের নেতা শাহ নিজাম,শাহাদাৎ হোসেন সাজনুর ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগে জানান,রহিম বাদশা,স্বৈরাচারী আওয়ামী লীগ সময়ে রামার বাগ, লাল খাঁ,কাঠের পুল,শিবু মার্কেট সহ পুরো ফতুল্লা এলাকায় নিজে তৈরি করে চাঁদাবাজ ভূমিদস্যুতায় বাহিনী, এই কুখ্যাত সন্ত্রাসী ভূমিদস্যু রহিম বাদশা, নিজ বাহিনী দ্বারা কেউ জমি ক্রয়, বিক্রয় করলে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি করে, কেউ রহিম বাদশার দাবির চাঁদার টাকা না দিতে চাইলে জোর পূর্বক অন্যের জমিতে নিজের নামে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে, চাঁদা দিতে বাধ্য করে, ভূমিদস্যুতার শেল্টার দাতাছিলেন, যুবলীগ নেতা শাহ নিজাম ও শাহাদাৎ হোসেন সাজনু সহ আজমত আলী, রাগবো বোয়ালেরা। এভাবে রাতারাতি আংগুল ফুলে কলাগাছ হয়েছে কুখ্যাত ভূমিদস্যু রহিম বাদশা,
বর্তমানে প্রায় ৫০ কৌটি টাকার মালিক বনে গেছেন। ভুক্তভোগীদের দাবী,,দূর্নীতীদমন কমিশন,, ভূমিদস্যু রহিম বাদশার ১৫ বছরের সম্পদের হিসাব নিলেই আসল থলের বিড়াল বেড়িয়ে আসবে। স্বৈরাচার আওয়ামীলীগ পতন হলে, ছাএ আন্দোলনের মামলায় জেল খেটে জামিনে এসে নিজের ভোল পাল্টে অবৈধ টাকায় কখনো বি, এন পির লোক,কখনো জামায়াত ইসলামের লোক দাবী করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র দের বিরুদ্ধে অর্থ ক্ষমতা যোগানদাতা কুখ্যাত রহিম বাদশা তাই ছাত্র আন্দোলনে (৬) টি মামলা রয়েছে, এছাড়া আরো একাধিক মামলা রয়েছে, ফতুল্লা থানা,সিদ্ধিরগঞ্জ থানা ও যাত্রাবাড়ী থানাতে। বৈষম্য ছাত্রদের সময়ের প্রয়োজন আওয়ামী লীগের দোসর কুখ্যাত রহিম বাদশাকে ধরে পুলিশকে ধরে দিয়ে জেলে আটক রাখা উচিৎ বলে মনে করে ভুক্তভোগী জন সাধারণ। জেলে আটকে থাকলে ফতুল্লা থানাধীন, এলাকার বাসিন্দারা ভূমিদস্যুতায় রহিম বাদশার হাত থেকে রক্ষা পাবে।আরো জানায় ভুক্তভোগী এলাকা বাসি,আওয়ামী লীগের নেতা শাহাদাৎ হোসেন সাজনুর,ল্যান্ড পার্টনার ছিল কুখ্যাত রহিম বাদশা, এলাকায় জনতা বলেন, সাজুনর নাম বলে ৫ শতাংশ জমি কিনে (৫০) শতাংশ জমি দখল করে নেয় জোর পূর্বক আওয়ামী লীগের ভয় দেখিয়ে দখল করে নেয়।বহু আওয়ামী লীগের নেতা,ও ছাএ আন্দোলনের বিরুদ্ধে রাজপথে মিছিলের ছবি সংগ্রহ করা হয়,আগামীকাল উল্লেখিত মামলায় নাম্বার সহ প্রকাশ করা হবে, পাঠক চোখ রাখুন, কুখ্যাত রহিম বাদশা ভূমিদস্যু রহিম বাদশার বহু অপকর্মের আমলনামা।।