মাহমুদুল হাসান চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি
উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ৷ সোমবার(২০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও(ভার:) জুয়েল মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো, শামীম জাহিদ তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো, গিয়াস উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ,খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ইদ্রিস আলী,চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তর প্রদানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরা। আগামী ১০ ও ১১ ফেব্রয়ারি চৌহালী সরকারি কলেজ মাঠে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান মেলায় স্টল বরাদ্দ উমুক্ত থাকবে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুয়েল মিয়া বলেন, বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়েছে।