বুধবার ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২:১৬
শিরোনামঃ
শেখ হাসিনাসহ ২৬২ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ।। নারায়ণগঞ্জ কাইকার ব্রিজের ঝোপ থেকে বস্তাবন্দি যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খুলনায় ফিল্ম স্টাইলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ২ যুবক সুবর্ণচরে অবৈধ সম্পর্কের দায়ে মাদ্রাসা সুপারসহ নারীকে আদালতে প্রেরণ  চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের সদস্যকে আটক খাদ্য শুধু ক্যালরির ব্যাপার নয়, এটি মর্যাদার, ন্যায়ের- প্রধান উপদেষ্টা শ্রীমন্ত শঙ্করদেব এর ৫৭৭ তম জন্মদিন উদযাপিত হল এবং জুবিন গর্গকে শ্রদ্ধা জানান নাটোরে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” উদ্বোধন ফতুল্লায় দম্পতির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের এক প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন-দ্রুত নির্বাচনের তাগিদ।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১১, ২০২৫, ২:৫৫ পূর্বাহ্ণ
  • ৩০৯ ০৯ বার দেখা হয়েছে

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের এক প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন-দ্রুত নির্বাচনের তাগিদ।

ঢাকা প্রতিনিধি।।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের এক প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এসময় তারা এই তাগিদ দেন।

বৈঠক শেষে এদিন রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা তাদের (বিএনপি নেতাদের) জানিয়েছেন আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনায় বসবেন। সবার ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কবে হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে বিএনপির তিনজন শীর্ষ নেতা এসেছিলেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমেদ ও মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

সাক্ষাৎকালে নেতারা দেশব্যাপী কিছু উদ্ভূত পরিস্থিতির আলোকে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে জোর দিয়েছেন।

‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার কার্যক্রম দ্রুত শুরু করার তাগিদ দেন তারা। বিএনপি নেতারা বলেন, হাসিনা সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ ২৫ হাজার মামলা করে। এসব হয়রানিমূলক ও গায়েবি মামলা উল্লেখ করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে বলেন তারা।

শফিকুল আলম আরও বলেন, এছাড়া অপারেশন ডেভিল হান্টে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় সেদিকে দৃষ্টি রাখার পরামর্শ দেন বিএনপি নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের আশ্বস্ত করে বলেন, কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘিত হতে দেওয়া হবে না। যারা যারা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত ও যাদের বিরুদ্ধে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার সুস্পষ্ট অভিযোগ রয়েছে- তাদেরকেই অপারেশন ডেভিল হান্টের (আইনের) আওতায় আনা হচ্ছে। এ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে মনিটর করা হচ্ছে। কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘিত হোক এটা আমরা চাই না।

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি নেতাদের জানান গায়েবি মামলাগুলো নিষ্পত্তির ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যত দ্রুত সম্ভব মামলাগুলো প্রত্যাহার করা হবে। মামলাগুলো নিষ্পত্তির ব্যাপারে বিলম্বের কারণ হিসেবে আসিফ নজরুল বলেন, যারা সরকারি পিপি ছিলেন তাদের অনেকেই পালিয়ে ছিলেন। ফলে মামলাগুলো ভালোভাবে মনিটরিং করা সম্ভব হয়নি।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে কোনো কথা হয়নি, তবে জাতীয় নির্বাচন দ্রুততম সময়ে চাইছেন। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ডিসেম্বর ও আগামী বছরের জুন মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বলা হয়েছে। তবে এ ব্যাপারে জাতীয় ঐক্য কমিশন (প্রধান উপদেষ্টাকে প্রধান ও ছয় সংস্কার কমিশনের প্রধানরা সদস্য) ও উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানে অংশীজনদের সঙ্গে আলাপ করে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করবেন বলে তিনি জানান।

দেশব্যাপী সহিংসতার ব্যাপারে গণমাধ্যমকর্মীরা সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা দেশের স্থিতিশীলতা রক্ষায় বদ্ধপরিকর। তিনি সম্প্রতি সহিংসতার বিষয়ে বিবৃতি দেওয়ার পর কোথাও আর কোনো কিছু ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

বইমেলায় একটি স্টলে ভাঙচুর প্রসঙ্গে জানতে চাইলে প্রেস সচিব বলেন, বিষয়টি আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এ ব্যাপারে বাংলা একাডেমির সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত ঘটনা জানানোর জন্য বলা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell