Followers শুভ মুক্তি পেল , সমস্ত অভিনেতা অভিনেত্রী এবং ক্লিক পরিবারের উপস্থিতিতে। অভিনয় করেছেন অভিনেতা শান্তিলাল মুখার্জি
অভিনেত্রী সোহিনী গুহ রায়, ইন্দ্রাশিস রায়, অম্লান মজুমদার, সামিউল আলম এবং স্যান্ডি সহ অন্যান্যরা। প্রযোজনায় স্কাইপ্যানস কমিউনিকেশন, পরিচালনায় রাজদীপ ঘোষ, সহযোগী পরিচালনায় সৌরভ বাবাই চক্রবর্তী
ক্লিকের ওটিটি প্লাটফর্মে, যে সকল সিরিজ মানুষের মন কেড়েছে এবারেও আশা করছেন আরও বেশি মানুষের মন জয় করবে এই ফলোয়ার্স। একটি নতুন সাদের লোম হর্ষক গল্প। দীর্ঘ কয়েক বছরই প্রায় ৫০ টির কাছে বিভিন্ন ধরনের সিরিজ মানুষ কি আন্দলিত করেছে, প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত আছেন,


গল্পটি এমনভাবে তৈরি হয়েছে, একদিকে গা ছমছমে ঘটনা, অন্যদিকে ইন্টারনেটের এই আধুনিক ডিজিটাল দুনিয়া থেকে সহস্র যোজন দূরে থাকা এই মানুষটা কি পারবে এই খুনের কিনারা করতে, কে খুনি, নাকি হিয়ার সঙ্গে থাকা মানুষজন ইন্টারনেটে লুকিয়ে থাকা অন্য কোন নাম। মাঠে নামেন , লোকাল থানার ওসি অনুকূল বর্মন।
দেখতে হলে চোখ রাখুন, এবং ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করুন, টি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লোমহর্ষক নতুন নতুন গল্প দেখার জন্য। এবং আজকে যারা আমাদের কে উৎসাহিত করলেন,রোটারী সদনকে পরিপূর্ণ করলেন, সকলকে ক্লিক পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ভালোবাসা জানালাম।