
মা সারদা ট্যুর এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে তাদের হাতে সম্মান তুলে দেন। দূর দুরান্ত থেকে বহু শিল্পী ও অতিথিরা উপস্থিত ছিলেন।
বসন্ত উৎসব মানেই ছোট থেকে বড়দের একটা আলাদা রঙিন উৎসব, রং বেরঙের আবীর মেতে উঠবে সকল সম্প্রদায়ের মানুষ, বেজে উঠবে রবীন্দ্রনাথের সেই বসন্তের গান, গাছে গাছে ডেকে উঠে কোকিলের সুর, বসন্তকে আহবান করে আনে।
কিন্তু মা সারদা ট্যুর এন্ড ট্রাভেলসের যে বসন্ত উৎসব একটু অন্য মাত্রা এনে দিল সকলকে, জানা গেল যাহারা মা সারদা ট্যুর এন্ড ট্রাভেলসের সাথেযুক্ত সেই সকল, ভ্রমণ পিপাসুর পরিবার ও বাচ্চাদের নিয়েই আজকের এই আড্ডা ও বসন্ত উৎসব পালন,
এবং কৃতজ্ঞতা জানালেন তাদেরকে নিয়ে এইরকম একটা অনুষ্ঠান করার জন্য এবং উৎসাহিত করার জন্য, আগামী দিনে আরও বড় করে এই বসন্ত উৎসব হোক এই কামনা করি।,




