বৃহস্পতিবার ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৬
শিরোনামঃ
Logo চৌহালীতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই Logo কসবায় কলেজে ধর্ষণের ঘটনায়, শুভেন্দু অধিকারী নেতৃত্বে ঝাঁটা হাতে প্রতিবাদ ও ধিক্কার মিছিল Logo শিল্পাঙ্গন গ্ৰুপ অফ আর্টিস্ট আয়োজিত, ৯ তম বর্ষের পেন্টিং এন্ড স্কাপচার প্রদর্শনীর শুভ সূচনা Logo নীলফামারীতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন Logo চোর সন্দেহে পোশাক শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার Logo নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুইজন প্রকৌশলী শ্রমিক নিহত Logo কবিতা উৎসব 2025 ও মানবতার অগ্রদূত ধ্রুবজ্যোতি সম্মাননা প্রদান অনুষ্ঠান Logo নোয়াখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার Logo প্রেমিকার সঙ্গে দেখা করতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসায় ভারতীয় যুবককে আটক Logo চৌহালীতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই শুরু

নৃত্যাঙ্গন ডান্স এন্ড ড্রামা বসন্ত উৎসবে বক্তব্যরত – অতিথিবৃন্দ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৮, ২০২৫, ২:২২ পূর্বাহ্ণ
  • ৬৮ ০৯ বার দেখা হয়েছে

 

নৃত্যাঙ্গন ডান্স এন্ড ড্রামা বসন্ত উৎসবে বক্তব্যরত – অতিথিবৃন্দ।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”

আজ ১৭ই মার্চ সোমবার, একটি সুন্দর বসন্ত উৎসব পালিত হলো , আবীর খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। ১৬ই মার্চ রবিবার ঠিক বিকেল পাঁচটায়, আলমবাজার সংলগ্ন, দেশবন্ধু অ্যাথেলেটিক কমিউনিটি হলে, নৃত্যাঙ্গন ডান্স এন্ড ড্রামা অ্যাকাডেমির পরিচালনায়,

এন ডি ডি এ ছন্নছাড়া নাট্য গোষ্ঠীর সহযোগিতায় এবং রূপা ভট্টাচার্য ও সৌগত ভট্টাচার্য উদ্যোগে, বসন্ত উৎসব পালিত হলো

 

—————————- সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে উদ্যোক্তারা ও উপস্থিত অতিথিরা জানান,সবার সহযোগিতা ও উপস্থিত ছাড়া কোনো দিনও কোনো অনুষ্ঠান সুন্দরময় হয়ে উঠতে পারে না,আর ছেলে মেয়েদের যে কোনো বিষয়ে উৎসাহ দেওয়ার জন্যে বাবা ও মাকে এগিয়ে আসতে হবে, তবেই ছেলে মেয়েরা এগিয়ে চলার পথ দেখতে পাবে, পড়াশোনার ফাঁকে ছেলে মেয়েদের জেটা নিয়ে ইচ্ছা সেটাকে পূরন করার চেষ্টা করতে হবে। যাতে তাদের প্রতিভা সবার সামনে তুলে ধরতে পারে। সন্মান পাওয়াটাই বড়ো কথা নয়, একদিন ঠিক নিশানায় পৌঁছাবে। ১৬ই মার্চ রবিবার ঠিক দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাবের কমিউনিটি হল সৌগত ভট্টাচার্য এবং রুপা ভট্টাচার্যের পরিচালনায় বরানগর এমডিভিউ এনডিডিএ ছন্নছাড়া নাট্যগোষ্ঠীর ১৬ তম বসন্ত উৎসব পালিত হলো। এই অনুষ্ঠানে শুভ সূচনা হয় সকলে একত্রিতভাবে প্রদীপ প্রজননের মধ্যে দিয়ে ,এবং প্রদীপ প্রজ্জ্বলনের পর মঞ্চে উপস্থিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পস্তবক এবং আবির কপালে দিয়ে, সম্মানিত করেন এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন ণৃত্যাঙ্গন ড্যান্স অ্যান্ড ড্রামা একাডেমি । তাদের সহযোগিতায় করেছেন এই অনুষ্ঠান সুন্দরময় হয়ে উঠেছিল। মঞ্চে উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌর মাতা এবং ডান্স একাডেমীর সভাপতি মাননীয়া শ্রীমতি ডালিয়া মুখার্জি, নৃত্য শিল্পী সঞ্জীৎ দাস বেঙ্গল ফিল্ম ফটোগ্রাফার মাননীয় অসীম ঘোষ , বেঙ্গল ফিল্ম ডিরেক্টর সমর রায় , নেপথ্য সংগীত শিল্পী লোপামুদ্রা ভট্টাচার্য এছাড়াও অন্যেরা । ছন্ন ছাড়া নাট্যগোষ্ঠীর কর্ণধার সৌগত ভট্টাচার্য ,নৃত্যাঙ্গন ড্যান্স এন্ড ড্রামা একাডেমী নৃত্য শিক্ষিকা রুপা ভট্টাচার্য। আজকে এই ১৬তম বসন্ত উৎসব, অনুষ্ঠান আয়োজন করেন, এবং ছাত্র-ছাত্রীদের নৃত্য নাটকের মধ্যে একটি কম্পিটিশন রাখেন। আজকের এই অনুষ্ঠানে দুটি নাটক হয় ১ নং আজকে জেনারেশন ২ নম্বর নাটক অ্যারিস্টুকেট ভিকারী , দুটি নাটকই মানুষের মন কেড়ে নিয়েছে আজকের সমাজে যা হচ্ছে সেটাই তুলে ধরেছে। এবং বসন্ত উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নৃত্য দেখানো হয়েছে, এছাড়াও কুইজ প্রতিযোগিতা হয়েছে যেখানে বিচারকদের বিচার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানা ধিন্তরী কে বেছে নেন এবং তাদের হাতে পুরস্কার প্রদান করেন। ছাত্র-ছাত্রীদের নৃত্য ও নাটক সকলকে আনন্দিত করেছে, প্রায় ফিফটি পার্সেন্ট জনের মতন অংশগ্রহণ করেছিলেন,বিশিষ্ট স্বনামধন্য বিচারকদের বিচারে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানধিকারী কে বেছে নেয়। মঞ্চে আলোকিত করে রেখেছিলেন সকল ছাত্র-ছাত্রী অভিভাবকেরা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দরা। অনুষ্ঠান চলেন বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত ।চলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সংক্ষিপ্ত বক্তব্যর মধ্যে দিয়ে, বিচারকেরা এবং কর্ণধারেরা জানান, সকলের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান করা সম্ভব নয়, এবং একটা কথা সকলের মনে রাখা দরকার ,সম্মানটা বড় কথা নয়, অনুষ্ঠানে অংশগ্রহণ করছেলয় আসল কাজ, নিজেদের কে সবার সামনে তুলে ধরা, এবং তাদের বাবা-মায়ের আগ্রহ ছেলে মেয়েদের প্রতি এটাই সবার আগে দরকার, যেভাবে ছেলে মেয়েদের সাথ বাবা মায়েরা উপস্থিত হয়েছেন। এবং ছেলে মেয়েদের উৎসাহ করায় অভিভাবকদের প্রধান লক্ষ্য। পড়াশুনার ফাঁকে, ছেলে মেয়েরা যাতে তাদের আরো কিছু প্রতিভা সবার সবার সামনে তুলে ধরতে পারে , শেখার সুযোগ করে দিতে পারি সেদিক নজর দেওয়া দরকার ,আমরা আজ গর্বিত সবাইকে কাছে পেয়ে। এবং সবাই একসাথে হতে পেরে, আমাদের চলার পথ আরও একধাপ এগিয়ে দিল 16 তম বসন্ত উৎসব। তারা আশাবাদী একদিন শীর্ষে চূড়ায় পৌঁছাবে এই একাডেমি।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell