একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলন ও সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এরপর অতিথীদের উত্তরীয় ব্যাচ পরিয়ে এবং হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেছেন তাহার সাথে সাথে এলাকার সংসদ সৌগত রায় মহাশয় কে বরণ করে নেন।
উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, এবং বরানগর পৌরসভার অঞ্জন পাল, পৃথা মুখার্জী, নিলু গুপ্তা, অনিন্দ্র চৌধুরী, জয়ন্ত রায়, নিবেদিতা বসাক, অমর পাল, বিশ্বজিৎ বর্ধন, কামারহাটির পৌর প্রধান গোপাল সাহা এবং সমাজসেবী বাবু ঘোড়াই,
অতিথীদের উত্তরীয় ব্যাচ পরিয়ে এবং হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেছেন









এবং প্রতিটি গ্রুপের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দিলাম এবং প্রায় ১৫০ জনের বেশি প্রবীণ নাগরিকদের আমরা শাল ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানালাম।





অনুষ্ঠানটি সুমধুর হয়ে উঠেছিল এবং সকলকে গানের মধ্য দিয়ে আনন্দে ভরিয়ে তুলেছিলেন সংগীতশিল্পী লুকোচুরি ঘোষ ও উৎপল ঘোষ, সবশেষে



