শুক্রবার ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:২৭
শিরোনামঃ
আর ললিপপ নয়, তাই ৫০ হাজার শূন্যপদের দাবীতে রাজপথে হবু শিক্ষক-শিক্ষিকা। বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় জনগণ: গিয়াসউদ্দিন আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবেই-প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা অপসারণ। পঞ্চগড়ে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী পলাতক-এলাকাবাসী ক্ষুব্ধ। মিরপুরে. পোশাক কারখানায় আগুনে নিহত ১৬- মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন ৬। শেখ হাসিনাসহ ২৬২ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ।। নারায়ণগঞ্জ কাইকার ব্রিজের ঝোপ থেকে বস্তাবন্দি যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খুলনায় ফিল্ম স্টাইলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ২ যুবক সুবর্ণচরে অবৈধ সম্পর্কের দায়ে মাদ্রাসা সুপারসহ নারীকে আদালতে প্রেরণ 

বাঙালি জাতির সবচেয়ে গৌরবের, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর অবিস্মরণীয় দিন-২৬ মার্চ, ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৬, ২০২৫, ৩:৫৮ পূর্বাহ্ণ
  • ১৫২ ০৯ বার দেখা হয়েছে

 

বাঙালি জাতির সবচেয়ে গৌরবের, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর অবিস্মরণীয় দিন-২৬ মার্চ, ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

ঢাকা প্রতিনিধি।।

পাকিস্তানি দখলদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর সামরিক অভিযান চালিয়ে নিরীহ, নিরস্ত্র বাঙালিকে নির্মমভাবে হত্যা করছিল। পরদিন ২৬ মার্চ থেকে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। ৯ মাসব্যাপী যুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার লক্ষ্য ছিল ‘আমাদের ভাগ্য আমরাই গড়বো’; ‘আমাদের সিদ্ধান্ত আমরাই নেবো’। মৌলিক এসব দাবি সামনে রেখে অকাতরে প্রাণ বিসর্জন করে গেছেন বীর মুক্তিযোদ্ধারা। সম্ভ্রম হারিয়েছেন অসংখ্য মা-বোন। যারা সম্ভ্রম; জীবন দিয়ে গেছেন, তারা কেউই স্বাধীনতার সুফল ভোগ করে যাননি। বাঙালি জাতি তাদের আজও শ্রদ্ধাভরে স্মরণ করে।

তবে স্বাধীনতাযুদ্ধে জীবনবাজি রেখে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়ে শহীদ কিংবা গাজী হয়ে ফেরা বীরদের যে চাওয়া ছিল; তাদের যে স্বপ্ন ছিল; তা কতটুকু পূরণ হয়েছে, সেই প্রশ্নে রয়েছে বহু বিতর্ক। অর্জন কতটুকু, ঘাটতি কতটা; তা নিয়েও নানাজনের নানা মত।

৫৫ বছর পর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের আনাচে-কানাচে খেটে খাওয়া সাধারণ মানুষ আজও নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন। শোষণ থেকে মুক্তি মেলেনি শ্রমিক-মজুরদের। মুখ ফুটে নিজের অধিকারের কথা বলতে আজও শঙ্কায় আচ্ছন্ন সাধারণ মানুষ। অর্থনৈতিক ও কূটনৈতিক অঙ্গনেও ধরা দেয়নি কাঙ্ক্ষিত সাফল্য।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর এবার ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে স্বাধীনতা ও জাতীয় দিবস। অনেকাংশে পাল্টে গেছে রাষ্ট্রযন্ত্রের চরিত্র। মতপ্রকাশের স্বাধীনতা, অধিকার আদায়ের আন্দোলনে নতুন মাত্রা পেয়েছে প্রায় ১৭ কোটি মানুষের এ দেশ।তারপরও রয়ে গেছে বহু প্রশ্ন

স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই প্রশ্ন তুলে ধরে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন রাজবাড়ীর কলেজ শিক্ষক সাহেদুর রহমান। তিনি লেখেন, ‘রাত পোহালেই মহান স্বাধীনতা দিবস। ৫৪ পেরিয়ে ৫৫ বছরে পা দিচ্ছে বাংলাদেশ। অথচ অর্থবহ স্বাধীনতা এ দেশের মানুষ কখনো পায়নি, এখনো পাচ্ছে না; ভবিষ্যতেও পাবে এমন কোনো সম্ভাবনাও উঁকি দিতে দেখছি না। কিন্তু আর কত রক্ত, কত জীবন বিসর্জন দিলে প্রকৃত স্বাধীনতা পাওয়া সম্ভব?’

তার সঙ্গে অবশ্য ভিন্নমত জানালেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম রহমান। শিক্ষকের ফেসবুকে লেখা এমন উক্তি জানিয়ে তার অভিমত চাইলে সিয়াম  বলেন, ‘স্বাধীন দেশের নাগরিক হিসেবে সুযোগ-সুবিধা, মতপ্রকাশের যেমন স্বাধীনতা পাওয়ার কথা তা হয়তো আমরা পাচ্ছি না। তবে বিগত ৫৪ বছরের চেয়ে এবারের স্বাধীনতা দিবসটি ভিন্ন। ছাত্র-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক হাসিনাকে বুকের তাজা রক্ত ঢেলে বিদায় করেছে। এরপর ৫৫ বছরের পরাধীনতা ভুলতে বসেছে মানুষ।

তিনি বলেন, ‘খেয়াল করে দেখুন, ৫ আগস্টের পর সবাই সরব। নিজের দাবি নিয়ে আসছেন, প্রতিবাদ করছেন। বৈষম্যের শিকার মানুষগুলো নিজেদের দাবি আদায় করে ঘরেও ফিরছেন। তারপরও মানুষ ঠিক কতটা স্বাধীন বা কতটুকু স্বাধীনতা পাওয়া উচিত; যার মাধ্যমে সমাজ-রাষ্ট্রে শৃঙ্খলা থাকবে; ততটুকু স্বাধীনতা নিশ্চিত করার দাবি জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে আমরা এখনো চাই ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell