
সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পরেই এক শিক্ষিকা আত্মহত্যা করেন।
“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”
৪ ঠা এপ্রিল শুক্রবার, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশের পর আত্মহত্যা করলেন শিক্ষিকা, ২০,০০০ চাকরি বাতিল হয়েছে, তিনি মেদিনীপুরের বাসিন্দা, শিক্ষিকার নাম রুম্পা সিং। জানা যায় সুপ্রিম কোর্টে এস এস সি প্যানেল বাদ দিতেই ভেঙে পড়েন তিনি, চাকরি করতেন ক্যানিংয়ের রায়বাঘিনী হাই স্কুলে , ইতিহাসের শিক্ষিকা ছিলেন বলে জানা যায়, ২০১৬ সালের প্যানেলের অন্তর্ভুক্ত ছিলেন রুম্পা, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাই ক্যানিংয়ের নবপল্লী এলাকার ভাড়া বাড়িতে থাকতেন, আত্মহত্যার আগে, একটি সুইসাইড নোট লিখে যান,
জানা যায় তাহার বাবা-মা অসুস্থ, এমনকি স্বামীও অসুস্থ, তার জন্য অনেক দেনা রয়েছে, চাকরিটা চলে যাওয়ার পর কি করবেন ভেবে পারছিলেন না।, কিভাবে বাবা মায়ের চিকিৎসা এবং লোন শোধ করবেন, তার মাথায় অনেক লোন হয়ে গিয়েছিল।,

এইসব চিন্তা মাথায় রেখেই তিনি আত্মহত্যা করেন। এমনকি তাহার প্রথম স্বামী যে তাহার উপর অত্যাচার করতো তাহাও তিনি উল্লেখ করে গিয়েছেন, তিনি চাকরির সুবাদে ক্যানিং এসে একটি ভাড়া বাড়িতে থাকতেন।

এরপর সকালে বাড়ির দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় মালিকের। পরবর্তীতে বাড়ির মালিক বুঝতে পারেন কিছু সমস্যা হয়েছে, এরপর ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হন রুম্পা, তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং হাসপাতালে , বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি, মিলেছে একটি সুইসাইড নোট,তাতে তাহার সম্পূর্ণ সমস্যার কথা তুলে ধরেন। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এত শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যাওয়ায়, তাহার পরিবারেরা দূষচিন্তায় রয়েছেন। এমনকি শিক্ষক শিক্ষিকারাও হতাশ।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”
এ বিভাগের আরও খবর...