৪ঠা এপ্রিল শুক্রবার, ঠিক বিকেল তিনটায়, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের ডাকে এবং তিরাঙ্কুর ভট্টাচার্যের উদ্যোগে, কলেজ স্কোয়ার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ী পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল করলেন, জীবন দায়ী ঔষধের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবীতে।
এই মিছিলে অংশ নেন উত্তর কলকাতা ছাত্র পরিষদ, দক্ষিণ কলকাতা ছাত্র পরিষদ ও মধ্য কলকাতা ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা, প্রায় কয়েক ছাত্র ছাত্রী এই মিছিলে পা মেলান ব্যানার ও ফেস্টুন নিয়ে , কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান, তাহারা বলেন অবিলম্বে যদি জীবন দায়ী ওষুধের মূল্য বৃদ্ধি হ্রাস না হয়,
আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই আন্দোলন আরো তীব্রতর করে তুলবো। তাহারা বলেন ক্যান্সারের মতো মরণব্যাধির রোগ, যে ওষুধ না খেলে মানুষ বেশি দিন বেঁচে থাকতে পারেনা, সেই ধরনের ওষুধের মূল্য এতটাই বাড়িয়ে দেয়া হয়েছে , যে সাধারণ মানুষ কিনতে হিমশিম খাবে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারবে না। ওষুধ কিনতে পারবে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভাবেন,
তারা ঔষধের উপর বহু কন্সেশন রেখেছেন, যাহাতে সাধারণ মানুষ উপকৃত হয়। রোগীর বাড়ির লোকেরা সেই ওষুধ কম পয়সায় কিনতে পেরে চিকিৎসা করাতে পারছেন, অথচ কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা না ভেবে কোম্পানি গুলোকে লাভবান করার জন্য এই পন্থা এনেছেন, আমরা মেনে নেব না। অবিলম্বে মূল্যবৃদ্ধি হ্রাস করতে হবে, সাধারণ মানুষের কথা ভাবতে হবে। পশ্চিম বাংলার মানুষ এরকম সরকার চায় না, এ সরকার দূর হটো, এর সাথে সাথে জাতীয় কংগ্রেস ও সিপিএমকেও বাদ দেননি। তাহাদেরকেও ধিক্কার জানান, এবং বলেন পশ্চিমবঙ্গ থেকে অবিলম্বে দূর হটো,
পশ্চিমবঙ্গ সরকার মা মাটি সরকার, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের সরকার, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কথা ভাবে, এবং সবকিছুতে প্রতিবাদের ঝড় তোলে, আজ আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে প্রতিবাদের ঝড় তুললাম, শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই প্রতিবাদের ঝড় উঠবে ,
যতদিন না কেন্দ্রীয় সরকার ঔষধের মূল্যবৃদ্ধি হ্রাস না করে। আজ কংগ্রেস ছাত্র পরিষদ থেকে তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিলেন লাবিব উষুফ।