
এই উৎসব চলবে ১লা বৈশাখ পর্যন্ত, বহু ভোক্তা ব্রত পালন করছেন। প্রতিদিন দুপুর থেকে ভক্তারা , স্নান করে, বাবার ছবি নিয়ে নাচতে নাচতে সারা এলাকা পরিদর্শন করে পুনরায় তারা বাবার মন্দিরে এসে উপনীত হচ্ছেন।
তারপর তারা নিজেদের অন্য ভোগ অর্থাৎ ফলমূল খাচ্ছেন। এভাবে ছাড়া একটা মাছ তাদেরকে কত পালন করতে হবে। বিকেল হলেই ভিড় জমছে মন্দিরে মন্দিরে, আবার অনেককেই দেখা যাচ্ছে এই সকল সনাসন্ন্যাসীদের জন্য ফলমূল প্রদান করতে, তবে এক বক্তার কাছে জানতে পারি,
দেখা গেল নদীর ধারে ধারে যে সকল শিব মন্দির রয়েছে সেখানে ভক্তদের সমাগম। দূর দূরান্ত থেকে মানুষ এই উৎসব ও পুজো দেখতে ভিড় জমান।