ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে- পীরে কামেল শাহ্ সুফি হযরত দেওয়ান খবির উদ্দিন চাঁন শাহ্ আল চিশতী আল নকসবন্দী (রহ:) ৯ই এপ্রিল,পবিত্র ওরশ মোবারক উদযাপিত হয়
nagarsangbad24
-
প্রকাশিত: এপ্রিল, ১১, ২০২৫, ৪:২০ পূর্বাহ্ণ
-
২৬৯ ০৯ বার দেখা হয়েছে

ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে ৯ই এপ্রিল, -পবিত্র ওরশ মোবারক উদযাপিত
পীরে কামেল শাহ্ সুফি হযরত দেওয়ান খবির উদ্দিন চাঁন শাহ্ আল চিশতী আল নকসবন্দী (রহ:)১৮ তম,পবিত্র ওরশ মোবারক উদযাপিত হয়।

আমি কি দেখিলাম রে বামুনসুর আসিয়া,হাজার হাজার ভক্ত কান্দে মালেক চানঁ কইয়া,আমি কি দেখিলাম রে। বানী ~হযরত দেওয়ান খবির চাঁন শাহ(রহ:)

হযরত দেওয়ান খবির চাঁন শাহ(রহ:)

৯ই এপ্রিল অনুষ্ঠিত হয় পীরে কামেল শাহ্ সুফি হযরত দেওয়ান খবির উদ্দিন চাঁন শাহ্ আল চিশতী আল নকসবন্দী এব ১৮ তম ওরশ মোবারক উপলক্ষে মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়,
মিলাদ মাহফিল পরিচালনা করেন
দেওয়ান বাড়ী ভক্তদের নয়নের মনি- পীরে কামেল,হযরত শাহসূফী দেওয়ান আরিফ চানঁ শাহ জিল্লাহুল আলী





তবারক বিতরন,রাতে মহা সাধকের বানী, বাউল গান করেন দেওয়ান ভক্তরা ।


সার্বিক ব্যবস্থা পনায়ঃ মালেক দেওয়ান স্মৃতি সংসদ।
“দেওয়ান বাড়ি”
বিনয়াবনতঃ খাদেম-এ গোলাম আরিফ দেওয়ান
ঠিকানা বামুনসুর নাগদা, আটি ঢাকা কেরানীগঞ্জ
এ বিভাগের আরও খবর...