সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
রোববার (২৫ মে) সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় শাহ সুফি ফসি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ওমর ফারুক গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে ও পোড়াবাড়ি এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসাইন জানান, সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।