সিরাজগঞ্জের মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে রফিকুল ইসলাম (৫৫) নামে এক পুলিশ সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মো. নুর ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব-১২-এর সদস্যরা।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।
এর আগে সোমবার (২৬ মে) রাতে নারায়ণগঞ্জ জেলার দেওভোগ বাংলা বাজার এলাকায় র্যাব-১২ সদর কোম্পানি ও র্যাব-১১ সদর কোম্পানি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মো. নুর ইসলাম বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ধাবসুখানগড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল রাতে সংঘবদ্ধ একদল ডাকাত টাঙ্গাইল সদর থানার বাসাখানপুর এলাকা থেকে এক গরু ব্যবসায়ীর পিকআপভ্যানসহ ছয়টি গরু লুট করে ফিরছিল। তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশের টহল টিম বেশ কয়েকটি স্থানে আটকের চেষ্টা করে। ঝাঐল ওভার ব্রিজ এলাকায় গাড়িসহ তাদের আটকের জন্য পুলিশ চেকপোস্ট বসায়। পিকআপভ্যানটি নিয়ে ডাকাতরা তখন বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রাস্তার বেরিকেড ভেঙে বামদিকে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য রফিকুলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে রফিকুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল মারা যান তিনি।