ঢাকা প্রতিনিধি।।
চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে ঢাকার কাকরাইল মোড়ে অবস্থান নেওয়া সীমান্তরক্ষী বাহিনী বিজিবির (সাবেক বিডিআর) চাকরিচ্যুত সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।
চাকরিচ্যুত বিজিবি সদস্যরা(৭ জুলাই) সোমবার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করেন তারা।মৎস্য ভবনের সামনে পুলিশের বাধা অতিক্রম করে যমুনা ভবনের দিকে যেতে চাইলে, কাকরাইল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ।
তাদেরকে সরে যেতে ১০ মিনিটের আল্টিমেটাম দেয় পুলিশ। পরে দুপুর সাড়ে ১২টার দিকে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের সেখান থেকে সরিয়ে দিতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। এতে বেশ কয়েকজন আহতও হয়েছে।
এসময় কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করারও খবর পাওয়া গেছে।
তাদের তিন দফা দাবি হল- চাকরিচ্যুত এই বাহিনীর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল এবং বিডিআর নাম পুনর্বহাল ও কারাগারে বন্দি থাকা সদস্যদের মুক্তি।