নওগাঁর মহাদেবপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ।
নওগাঁ জেলা প্রতিনিধি
মহাদেবপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, মারপিট ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাতুড় ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার ১৮ জুলাই হাতুড় ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোঃ কফিল উদ্দীন, ছেলে মোঃ ফিরোজ হোসেন (৩০), বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানা একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, মহিষবাথান বাজার এলাকার মৃত খয়বর আলীর ছেলে মোঃ মতিন মন্ডল (৪০) ও মোঃ মোরশেদ (৩৫) মোঃ পরাগ (৪০) মোঃ লবির উদ্দীন (৪০)। ভুক্তভোগী ফিরোজ হোসেনের জানান, তফসিল বর্নিত সম্পত্তি কবলা সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘ দিন যাবৎ ভোগ দখল করিয়া আসছে। এমত অবস্থায় বিবাদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন দলীয় প্রভাব প্রতিপত্তি খাটিয়ে পূর্ব বিরোধের জের ধরে মহাদেবপুর, ইউনিয়ন-হাতুড়, মৌজা-মহিষবাথান, খতিয়ান নং-৪০০, দাগ নং-২৬, মোট জমির পরিমান ২৭ ডেঃ। খতিয়ান নং-৪০০, দাগ নং-১২৫, মোট জমির পরিমান ৪০ ডেঃ জমি জোর পূর্বক দখল চেষ্টা মারপিট ও হত্যার হুমকি প্রদান করিতে থাকে। নিরুপায় হয়ে মহাদেবপুর থানায় আসিয়া একটি অভিযোগ দায়ের করি। স্থানীয় মোঃ ফারুক হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল বারী, আশরাফুল জানান আমরা দীর্ঘদিন ধরে এই জমিগুলো ফিরোজ ভোগ দখল করে আসছে। বিভিন্ন সময় ফিজের জমি সহ আরো বেশ কিছু লোকের জমিজমা আব্দুল মতিন ও তার বাহিনী দখলে নেওয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো জমি দখলের চেষ্টা ও মারপিট করিনি। আমি ২৪ সালে জমি কিনেছি যার খাজনা, খারিজ সব রয়েছে। সেই জমিতে হাল চাষ করতে গেলে তারি আমার শ্যালক কে মারপিট করে গুরুতর আহত করে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ব্যাপারে মহাদেবপুর থানার এসআই সোহাগ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, উভয় পক্ষ অভিযোগ করেছেন, দুই পক্ষকে নিয়ে বসতে হবে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষেকে মারপিটে এক জন হয়েছে বলে শুনেছি। দুই পক্ষ অভিযোগ করেছেন, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোঃ রায়হান আলী