চৌহালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাহমুদুল হাসান(সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার শাহী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে উপজেলার বেবিষ্ঠান মোড়ে বিএনপির পার্টি অফিসে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলামের সঞ্চালনায় ও সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো: আমিরুল ইসলাম খান আলীম।এসময় উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনিস সিকদার,
সহ সভাপতি শহিদ তালুকদার, সহ সভাপতি বকুল সিকদার, আ: হাকিম বিএসসি, মো,আরিফ বিএসসি, যুগ্ম সম্পাদক মো: আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন জাবিউল্লাহ, শামীম মাহমুদ, যুবদলের সভাপতি মো: আরমান হোসেন হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আব্দুল কাদের মোল্লা,সিরাজগঞ্জ জেলা জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক তরফদার ওবায়দুল্লাহ,ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ, যুগ্ম আহবায়ক সেরাজুল ইসলাম, যুবদল নেতা হাসান মোল্লা, কৃষক দলের আহবায়ক মো: আ: কদ্দুস, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও খাষকাউলিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: নজরুল ইসলাম, প্রমিক দলের খোকন পরামানিক, মাইন উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ সহস্রাধিক মুসল্লী উপস্হিত ছিলেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।