তালাক কেন হয়? ৯ মাসে তালাক হয়েছে ২৪৫ অধিকাংশ তালাক হয় ভুল বুজাবুজিতে বাংলাদেশে এত তালাক কেন হচ্ছে—এটা জানার জন্য গত ৯ মাসে আমি ২৪৫ জন তালাকপ্রাপ্ত পুরুষ ও মহিলার সঙ্গে কথা বলেছি। ** ফলাফলঃ • ৭২% তালাক হয়েছে ভুল বোঝাবুঝি ও একে অপরকে অসম্মান করার কারণে। • ১৮% তালাকের কারণ পরকীয়া। • ১০% তালাক হয়েছে স্ত্রীর অতিরিক্ত বিলাসিতার কারণে। **দোষের দিক থেকে দেখা গেছে— • ৭৮% তালাক হয়েছে স্ত্রীর কারণে। • ২২% তালাক হয়েছে পুরুষের কারণে। **মজার বিষয় হলো— • ৯২% তালাকপ্রাপ্ত নারী-পুরুষ পরে অনুতপ্ত হয়েছেন, তারা বলছেন সিদ্ধান্তটি ভুল ছিল। • ৮৯% তালাকপ্রাপ্ত নারীর আর বিয়ে হচ্ছে না। • ৪% নারী বিয়ের প্রতি অনাগ্রহী। • ৭% নারী পথভ্রষ্ট হয়েছেন। • অন্যদিকে, ৮৫% পুরুষ আবার বিয়ে করে সংসার করছেন। • ১৩% পুরুষ বিয়ের প্রতি অনিহা দেখাচ্ছেন। • ২% পুরুষ পথভ্রষ্ট হয়েছেন। ** দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে— • ৬৭% পুরুষ কুমারী মেয়ে বিয়ে করেছেন। • কিন্তু নারীরা কুমার পুরুষ পেয়েছেন মাত্র ০.১% ক্ষেত্রে। * আমি তালাকের বিপক্ষে, তাই এই জরিপটি করেছি। সততার পথই সঠিক পথ—যা আল্লাহ পছন্দ করেন। * দ্বিতীয় বিয়ের অভিজ্ঞতাঃ • ১২% নারী দ্বিতীয় বিয়েতেও তালাকপ্রাপ্ত হয়েছেন। • ৮৯% নারী দ্বিতীয় সংসারে অসুখী। • অন্যদিকে, মাত্র ২% পুরুষ দ্বিতীয় বিয়েতে তালাকপ্রাপ্ত হয়েছেন এবং অসুখী ৩%। • অবাক করা বিষয় হলো—দ্বিতীয়বার তালাক পাওয়া পুরুষদের স্ত্রী ছিলেন তালাকপ্রাপ্ত নারী। • কিন্তু ৯৩% পুরুষ বিধবা নারীকে বিয়ে করে সুখী হয়েছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।