“শারদীয়া রামধনু”, ক্যান্সার আক্রান্ত শিশুদের সাহাযার্থে মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
১৮ই সেপ্টেম্বর – মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা “শারদীয়া রামধনু”, ক্যান্সার আক্রান্ত শিশুদের সাহাযার্থে। এই বিশেষ আয়োজনটি ছিল “সুর ও সাধনা”
এবং “প্রবুদ্ধ রাহা একাডেমি ফর মিউজিক অ্যান্ড আর্টিস্ট্রি”-র যৌথ উদ্যোগ। সন্ধ্যায় পরিবেশিত হয় সঙ্গীত, শ্রুতি-নাটক ও আবৃত্তি। মঞ্চে একে একে গান ও শিল্পকলা পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা—
হৈমন্তী শুক্লা, সৈকত মিত্র, প্রবুদ্ধ রাহা, শম্পা কুন্ডু, চন্দ্রাবলী রুদ্র দত্ত, কিংশুক রায়, জগন্নাথ বসু, ঊর্মিমালা বসু,
বিজয়লক্ষ্মী বর্মণ, দেবাশিস রায়, বর্ণালী সরকার ও নীলাদ্রি দে। সমবেত সঙ্গীত পরিবেশন করে প্রবুদ্ধ রাহা অ্যাকাডেমি ফর মিউজিক অ্যান্ড আর্টিস্ট্রি, যার পরিচালনায় ছিলেন প্রবুদ্ধ রাহা।
হংসধ্বনি মিউজিক্যাল অ্যাকাডেমির পরিচালনায় কিংশুক রায়,ন খোলা হাওয়ার পরিচালনায় বিপাশা মিত্র।
বিশেষ অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন সলিলেন্দু ভট্টাচার্য, ডা: অংশু সেন, রত্না রায়, সুপর্ণা দে ও ডা: জয়ন্ত ধর। নৃত্য পরিবেশন করেন ফলক রায় এবং যন্ত্রসঙ্গতে ছিলেন পার্থ মুখোপাধ্যায়, দেবাশিস সাহা, শুভ রায়, তরুণ চৌধুরী ও সুজিত সেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দেবাশিস বসু, মৌ গুহ ও বিপ্লব গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন বিচারপতি শ্যামল কুমার সেন, সুর ও সাধনার সভাপতি ও বিধায়ক দেবাশীষ কুমার, বিশিষ্ট চিকিৎসক
ও রবীন্দ্র বিশেষজ্ঞ ডা. পূর্ণেন্দু বিকাশ সরকার, এবং সুর ও সাধনার প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রশাসক গৌরাঙ্গ বিহারী রায়।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন দেবাশীষ বসু মৌ গুহ ও বিপ্লব গঙ্গোপাধ্যায় আয়োজকরা জানান, ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””