নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওরস থেকে তুলে নিয়ে এক বাক প্রতিবন্ধী ষোড়শী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মো. আসমত আলী ওরফে আছু (৩৮)। আসু মিয়া দয়াকান্দা এলাকার বাতেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী রাতে স্থানীয় শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত ওরসে যান।
সেখান থেকে প্রতিবেশী আসমত আলী তাকে জোর করে তুলে নিয়ে দয়াকান্দা খালপাড়ের একটি নির্জন ঝোপে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর মা জানান, অনেক কাকুতি-মিনতি করেও তার মেয়েকে বাঁচানো যায়নি। ঘটনার পর কিশোরী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে পরিবারের কাছে সবকিছু খুলে বলে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, শুক্রবার তারা থানায় অভিযোগ দাখিল করেছেন। স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিবছর ওই বাড়িতে অনুমোদন ছাড়া ওরসের আয়োজন হয়। সেখানে মাদকের আসর বসানো হয় এবং কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে না। তাদের দাবি, এই কারণে একের পর এক অঘটন ঘটছে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কঠোর নজরদারি ও অনুমোদনবিহীন সমাবেশ বন্ধের দাবি জানিয়েছেন।