রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১:৩১
শিরোনামঃ
বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে-কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তফসিল নিয়ে আমরা শিগগিরই বৈঠকে বসছি’ সেখানেই চূড়ান্ত হবে কারা রিটার্নিং কর্মকর্তা হবেন-নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। সমুদ্রপথে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ-৩১০ জন বাংলাদেশে ফিরল। ফটো সাংবাদিক রফিক উদ্দিনের মৃত্যু -নগর সংবাদের শোক।। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুস কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন।। বি এন পি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না: রিজওয়ানা চৌহালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে -নগর সংবাদ পরিবারের শোক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ইঙ্গিত-বিএনপির শীর্ষ নেতাদের কণ্ঠে।

দীপাবলী উপলক্ষে কলকাতার শহীদ মিনারের সামনে শুরু হল গ্রীন বাজী বাজার ২০২৫।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৮, ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
  • ৭৮ ০৯ বার দেখা হয়েছে

 

দীপাবলী উপলক্ষে কলকাতার শহীদ মিনারের সামনে শুরু হল গ্রীন বাজী বাজার ২০২৫।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

১৭ ই অক্টোবর শুক্রবার, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং বড়বাজার ফায়ার ওয়ার্কার্স ডিলার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায়, শহীদ মিনারের সামনে শুরু হল গ্রীন বাজী বাজার 2025, এই বাজী বাজারের শুভ সূচনা হয় ১৪ ই অক্টোবর, চলবে একুশে অক্টোবর পর্যন্ত, প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত।

এই বাজী বাজারের শুভ সূচনা করেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, শুভ সূচনার পর তিনি প্রতিটি স্টল পরিদর্শন করেন, এই বাজী বাজারে ৩৭ টি স্টল রয়েছে, পশ্চিমবঙ্গ এবং তার বাইরে থেকে প্রায় ১৪০৩ টি প্রস্তুতকারী সংস্থা বাজী প্রতিটি টলে রয়েছে যেগুলি লাইসেন্স প্রাপ্ত।

শুধু তাই নয় প্রতিটি স্তলের সামনে অনুমতি পত্র লাগানো রয়েছে। কোন কোন বাজী সরকারের ও পুলিশ নির্দেশিকা মেনে বিক্রি করার অনুমতি দেয়া হয়েছে তারও একটি লিস্ট প্রত্যেকটি দোকানকে দেওয়া হয়েছে।

যদি কেউ এই নিয়ম ভেঙে কিছু করেন তাহলে জানালেন লিগ্যাল ব্যবস্থা নেবেন।। এবং সমস্ত থানাকে তিনি নির্দেশিকা দেন বেআইনি বাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, আর সাথে সাথে সতর্কতামূলক দৃষ্টি রাখতে। গ্রীন বাজী ছাড়া কোন বাজী ব্যবহার ও বিক্রয় করা যাবে না।

সতর্কতামূলক হিসাবে তিনি জানান, আমরা বিভিন্ন থানাকে নির্দেশ দিয়েছি, বড় বড় ফ্ল্যাট ও বাড়ির উপর নজরদারী রাখতে এছাড়াও , মিডিয়ার মাধ্যমেও সতর্কতামূলক নির্দেশিকা দেয়া হয়েছে। কোনোভাবেই ফানুস ওড়ানো যাবে না,

ফানুস পোড়ানোর উপরে নির্দেশিকা দেওয়া রয়েছে, এছাড়াও ছোট ছোট বাচ্চাদের উপর সতর্কতামূলক ব্যবস্থা নিতে পরিবারের সকলকে।, কোন ভুলে যেন একটি বাচ্চার ক্ষতি না হয়, আনন্দ করুক দীপাবলিতে কিন্তু নিরানন্দের কারণ হয়ে না

উঠে। আমরা বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি প্রটেকশন রাখছি। নাতি কোনরকম দুর্ঘটনা না ঘটে।অন্যদিকে বাজী স্টলের বিক্রেতারা জানালেন, ১৪ তারিখে সূচনা হলেও, ১৫-১৬তেও এমন ভীড় হচ্ছে না, তবে আমরা আশা করছি আস্তে আস্তে ভীড় বাড়বে, আমাদের বাজার হবে, এবারে আমরা ভিন্ন স্বাদের গ্রীন বাজী এই বাজী বাজারে এনেছি,

সম্পূর্ণ নতুন বাজী , যাহা ছোট ছোট বাচ্চাদের আনন্দ দেবে, ছাড়াও রংবেরঙের চরকি থেকে শুরু করে প্লেন, যাহা ধরানোর সাথে সাথে প্লেনের শব্দ সহকারে রঙিন আলো ফুটে উঠবে। আর এই সকল নিত্য নতুন বাজী কিনতে ছোট ছোট শিশুদের ভীর দেখা গেলো স্টলে স্টলে , কেউ এসেছে দাদুর হাত ধরে, আবার কেউ এসেছে বাবার হাত ধরে। আমাদের পছন্দের বাজী কিনতে,

এই বাজী বাজার কে ঘিরে রয়েছে, বিভিন্ন উপহার ও গিফট, কেনাকাটার উপর পাবেন এই সকল গিফট উপহার। আর রয়েছে বিভিন্ন বাজীর বিভিন্ন দাম, বিক্রেতারা জানালেন মিনিমাম ৬০ টাকা প্যাকেট থেকে শুরু করে ৬০০-৭০০- ৮০০ টাকা দামেরও রয়েছে বাজীর প্যাকেট রয়েছে।

সর্বশেষে বিক্রেতারা ছোটদের উদ্দেশ্যে একটা কথাই জানালেন, ছোটদের আনন্দ হয়ে উঠুক দীপাবলীর আলোয় বারুদের গন্ধে আলোকিত, তাদের সাবধানে রাখবেন, আর রইল দীপাবলীর শুভেচ্ছা।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell