””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
কলকাতার প্রমিস সেন্টার অফ এডুকেশন আয়োজিত সারা বাংলা ব্যাপি অঙ্ক ও ব্রেন স্কিল প্রতিযোগিতা সম্পন্ন হলো। ১৯শে অক্টোবর ২০২৫ রবিবার Indian Abacus এর এই প্রশিক্ষণ কর্মশালা প্রমিস সেন্টার ফর এডুকেশন এর প্রাণপ্রতিমা পৃথিবীখ্যাত উদ্যোগপতি ডঃ সোমা গুহ অসামান্য দক্ষতায় এই প্রতিযোগিতা সম্পন্ন করেন।
এই প্রকান্ড এই আয়োজনে শিশু মনে উৎসাহ জাগাতে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। বাচ্চাদের জন্য তাঁরা মোটিভেশনাল বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে অন্যতম পৃথিবী বিখ্যাত স্যান্ড আর্টিস্ট ও টলিউড -বলিউড অভিনেতা অভিজিৎ ঘোষ,টলিউড
-বলিউড অভিনেতা ও চিত্রনাট্যকার ও পরিচালক রিক জয়সোয়াল ও ইন্ডিয়ান অ্যাবাকাস এর একজন বিশেষজ্ঞ প্রশিশিক্ষক অনিন্দিতা চক্রবর্তী প্রমুখ প্রত্যেককেই পুষ্পস্তবক ও স্মারক প্রদানের মাধ্যমে মাধ্যমে সম্মানিত করা হয়। অভিজিৎ ঘোষ বাচ্চাদের আঁকিবুঁকির মধ্যেই অসাধারণ পেন্সিল স্কেচ দেখিয়ে শিক্ষার্থীদের তাক লাগিয়ে দেন।
ছোট ছোট শিশুদের মানসিক ও ব্যবহারিক ক্ষেত্রে তাদের মানন্নোয়ন ঘটাতে। এক দল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের নিয়ে তাঁর এই কর্মোদ্যোগ। একঝাঁক সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডঃ সোমা গুহ বলেন বাচ্চাদের শুধু মাত্র গণিত কিংবা বিদ্যালয় সিলেবাসের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলে না,
তিনি জানান তাঁর সেন্টারের অনেক শাখা আছে তবে লেক গার্ডেন শাখা থেকেই সমগ্র কর্মকাণ্ড পরিচালনা করেন।