স্টাফ রিপোর্টার ঃ বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেডের আওতায় ৭ দিন মেয়াদী বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর।
মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে ২৭ অক্টোবর সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সচেতনতা ও শিক্ষামূলক বক্তব্য উপস্থাপন করেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ। নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রিয়াজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর মোঃ আমজাদ হোসেন। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল রাজ্জাক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেশনাল মেকআপ আর্টিষ্ট এন্ড হেয়ার এক্সপার্ট নাসিমা রহমান সিনথিয়া।
বিউটিফিকেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিনাত জাহান, উম্মে সুফিয়া হ্যাপী, মোসাঃ সুমাইয়া, মোসাঃ মুসলেমা খাতুন, সোহানা আক্তার, মোসাঃ জান্নাত আরা মুনমুন, নুসরাত আরা নিশু, মোসাঃ লিজা বেগম, রেশমী আক্তার, মেহনাজ সুলতানা, জান্নাতুল মীম, নুসরাত জাহান সাদিয়া, আবেদা সুলতানা লামিয়া, নাজমা আক্তার নিশি, ইতি বর্মন, রোকসানা আক্তার কলি, সাদিয়া আফরোজ ¯িœগ্ধা, চায়না আক্তার, ইতি আক্তার, আসমা আক্তার, জারিন তাসনিম আনিশা, মাইশা মালিহা পুষ্পিতা, নাবিলা মুস্তারি, নূপুর আক্তার, পুনম আক্তার, রওশন আরা জাহান, মোসাঃ লিপি আক্তার, আয়শা আক্তার ও শিউলী বেগম প্রমুখ। পরিশেষে নারী উদ্যোক্তা ইসরাত জাহান মুনার তৈরী একটি মনোমুগ্ধকর চমৎকার কেক সকলের জন্য উপহার হিসেবে প্রদান করলে প্রধান অতিথিসহ সম্মানীত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা আনুষ্ঠানিক ভাবে মানবিক কার্যক্রমের শুভ সূচনা এবং সফল নারী উদ্যোক্তা হওয়ার আত্মপ্রত্যয়ে কেক কাটেন।