নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও এড. সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে নাসিক ১৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান সুমন বলেন “এড. সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে মামলাটি মিথ্যা ও সাজানো আমি এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি আরো বলেন, এক দল স্বার্থানেস্বী লোকের প্ররোচনায় এড. সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে বদনাম রটানো ও তাকে বিব্রত করার জন্য তার বিরুদ্ধে এ মিথ্যা মামলা করে। এসময় বিএনপির সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কুচক্রী মহলের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।
তিনি আরো বলেন, ”সাখাওয়াত হোসেন খানসহ মোট ছয়জনকে জামিন দেয়ায় নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালতকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই”