ঢাকা প্রতিনিধি।।
রাজধানীর উত্তর বাড্ডা পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি তিনতলা ভবনের নিচতলা থেকে সাইফুল (৩০) ও শাকিলা (২৮) নামে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, উত্তর বাড্ডা পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি তিনতলা ভবনের নিচতলা থেকে ওই দুজনের অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তবে এটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাড্ডা থানার ওসি আরও বলেন, ওই তিনতলা ভবনের নিচতলার একটি গুদামঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ বাড়িটির কেয়ারটেকার ছিলেন সাইফুল আর বাড়ির তৃতীয় তলায় মাদরাসায় রান্নার কাজ করতেন শাকিলা। কয়েকদিন ধরে শাকিলাকে পাওয়া যাচ্ছিল না পরে তার পক্ষ থেকে একটি জিডি করা হয়। তবে ওই গুদামঘরটিতে ভবন মালিক বিভিন্ন মালামাল রাখতেন।
রুমের দরজা বাইরে থেকে দরজা বন্ধ ছিল তাই আত্মীয়-স্বজনের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজনের লাশ উদ্ধার করা হয়। তবে দুজনের সম্পর্ক কি ছিল জানা যায়নি। তাদের মৃত্যুর কারণসহ সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক মাহমুদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে সম্পর্কে তারা স্বামী স্ত্রী ছিল না। হতে পারে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। তবে ঘটনাটি হত্যাকাণ্ড কিনা সব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। লাশ দুটি পচে যাওয়ার কারণে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সংবাদের মাধ্যমে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দরজায় লাগানো তালা খুলে ভেতরে প্রবেশ করে দুটি লাশ উদ্ধার করে