
আলোর দিশা মহিলা সমিতির জগদ্ধাত্রী পুজো ২০২৫
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
আলোর দিশা মহিলা সমিতি এই বছর তাদের একাদশ বর্ষের জগদ্ধাত্রী পুজো পালন করল। সমিতিতে মোট ৩২ জন সদস্য এবং তাঁদের পরিবারবর্গ যুক্ত আছেন। সমিতির সভাপতি মল্লিকা দাস, সম্পাদিকা সীমা দত্ত এবং কোষাধ্যক্ষ শুক্লা মজুমদার।

তিন দিনব্যাপী এই পুজো উপলক্ষে সকালবেলা পূজা-পাঠ ও অঞ্জলির আয়োজন হয়, আর সন্ধ্যাগুলো কাটে নানা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। গতকাল অনুষ্ঠিত হয় সমিতির সাংস্কৃতিক অনুষ্ঠান,

যা ছিল সত্যিই মনোরম ও স্মরণীয়। ছোট থেকে বড়—সকলের সক্রিয় অংশগ্রহণে সন্ধ্যাটি রঙিন হয়ে ওঠে।অনুষ্ঠানের সূচনা হয় আলোর দিশার সদস্যদের গাওয়া সুন্দর সূচনা সংগীতের মাধ্যমে। কেউ কবিতা আবৃত্তি করে আনন্দ দিয়েছেন,

কেউ আবার প্রিয় পুরোনো গান গেয়ে সকলের মনে নস্টালজিয়া জাগিয়েছেন। জগদ্ধাত্রী পুজোর আবহে অনেকেই মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।সন্ধ্যার মূল আকর্ষণ ছিল নৃত্যনাট্য ‘আমার মা’, যা অসাধারণভাবে উপস্থাপন করেছে পুজোর আনন্দ,

আবেগ ও মানুষের হৃদয়ের টানাপোড়েন। পুরো সন্ধ্যাটিই ছিল এক অনন্য অভিজ্ঞতা—হাসি, সুর, তাল, নৃত্যে ভরপুর।

অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে আলোর দিশার সদস্যদের গাওয়া সমবেত সংগীতের মাধ্যমে, যা উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।


এইভাবে আলোর দিশা মহিলা সমিতির একাদশ বর্ষের জগদ্ধাত্রী পুজো এক আনন্দময় ও স্মরণীয় অধ্যায় হয়ে রইল সবার মনে।


””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”
এ বিভাগের আরও খবর...