স্বচ্ছ প্রক্রিয়ায় ডোমারে পুরাতন ভূমি অফিস ভবনের নিলাম অনুষ্ঠিত
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
নীলফামারীর ডোমার উপজেলার ১০ নং হরিনচরা ইউনিয়নের পুরাতন ভূমি অফিস ভবনের নিলাম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই নিলাম পরিচালনা করেন ডোমার উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম। নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন হরিনচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মোট ৫ জন দরদাতা এই নিলামে অংশগ্রহণ করেন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাসুদ রানা নামের স্থানীয় এক ব্যবসায়ী ৫৩ হাজার ৫০০ টাকা প্রস্তাব করে নিলামে বিজয়ী হন। উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম বলেন, “সরকারি নিয়ম অনুসারে স্বচ্ছতার সঙ্গে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ দরদাতা মাসুদ রানাকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।” ইউপি চেয়ারম্যান রাসেল রানা জানান, “পুরাতন ভূমি অফিস ভবনটি দীর্ঘদিন অব্যবহৃত ছিল। নিলামের মাধ্যমে ভবনটি বিক্রয় হওয়ায় স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সন্তুষ্ট।” স্থানীয়দের মতে, এ ধরনের স্বচ্ছ ও উন্মুক্ত নিলাম প্রক্রিয়া সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে এবং প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও বাড়াবে।