চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে গণসংযোগে গুলি করে হত্যার চেষ্টা “হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ-প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
চট্রগ্রাম প্রতিনিধি।।
(৫ নভেম্বর) রাতে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এ সময় আরও কয়েকজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে নির্বাচনী জনসংযোগে অংশ নেওয়া সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নিহত হয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।