২৪ তম বর্ষে পদার্পণ করলো- ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরামের কার্তিক পুজো।
””সম্পা দাস,– কলকাতা(ভারত)
ভবানীপুর যদুবাবু বাজারের সংযোগস্থলে, ১৭ই নভেম্বর সোমবার, ঠিক সন্ধ্যা সাতটায়, ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরামের পরিচালনায় এবং মাননীয় বিধায়ক মদন মিত্রের উদ্যোগে, ২৪ তম কার্তিক পুজোর শুভ সূচনা হলো। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, ২৪ তম বর্ষে এবারের কার্তিক পুজোর থিম” লাইভ ভূত” অসাধারণ একটি থিমের মধ্য দিয়ে মন্ডপটি আলোকিত হয়ে উঠেছে।।

শুভ সূচনা উপস্থিত ছিলেন, কামারহাটির মাননীয় বিধায়ক মদন মিত্র, অভিনেতা বাংলা চলচ্চিত্রের প্রসেনজিৎ চ্যাটার্জী, উপস্থিত ছিলেন সাংসদ শুভাশিস চক্রবর্তী, কাউন্সিলর বাবু বক্সী, বৈশ্যানর চট্টোপাধ্যায়, কার্তিক ব্যানার্জি সহ ক্লাবের সদস্য ঝন্টু ,রাকেশ, পাপ্পু, মন্টু সহ আরো অনেকে।

শুভ সূচনার পর একে একে অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন।।

দীর্ঘ ২৪ বছর ধরে ভবানীপুর যদুবাবু বাজারের সামনে, এই কার্তিক পুজো মেলা চলে আসছে, অসংখ্য মানুষের সমাগম হয়ে থাকে এই মেলায়, ঘরে ঘরে কার্তিক পুজো হলেও, এইরকম একটি কার্তিক পুজো দেখার জন্য মানুষের ঢল নামে, আর কার্তিক পুজো মানেই, বাড়ির বউদের মনস্কামনা পূর্ণ হয়, তাই এই কার্তিক পুজো ঘিরে ঘরে ঘরে উৎসব পালিত হয়, এবং বউদের আশা পূরণ হয়,

সংক্ষিপ্তভাবে বলতে গিয়ে এবং সাংবাদিকদের মুখোমুখি হলে, অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী বলেন, আমি এইরকম একটি পুজোতে প্রতিবারে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি, আর যার উদ্যোগে এই পুজোটি হয় যার ভালোবাসায় আমাকে আসতে বাধ্য করে তিনি হলেন মদন মিত্র, যিনি সবাইকে নিয়ে চলতে ভালবাসেন, দুর্গা পূজো, কালীপুজো ,জগদ্ধাত্রী পুজো, ছট পুজোর পর যেভাবে কার্তিক পুজোকে বড় করে শুরু করেন, সত্যিই ভবানীপুর এলাকার মধ্যে মানুষের ঢল নেমে আসে। আজও এত মানুষের ঢল ভাবা যায় না।

পুজোর উদ্যোক্তা মাননীয় মদন মিত্র মহাশয় বলেন, আমি পূজোর সাথে জড়িত থাকলেও, যারা আমাকে উৎসাহিত করে তারা হলো এখানকার সহযোদ্ধা। আর এবারে এমন একটি থিম তারা এনেছেন, যে ভূত সচরাচর দেখা যায় না, লাইভে নৃত্য করবে।
তার সাথে সাথে বলেন, আমি কে ২৯৪ জন এম এল এ দের মধ্যে আমি একজন, আর সবকিছুর উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সবসময় সবার পাশে থাকেন, সাড়া পশ্চিমবাংলার মন্ত্রী হলো, ভবানীপুর এলাক তাহার সবার আগে, যেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যাত্রা শুরু করেছিলেন।

এর সাথে সাথে এস আই আর নিয়ে প্রশ্ন করলে, এসআইআর নিয়ে কুড়িজনের মৃত্যুর কথা তুলে ধরলে, তিনি বলেন শুধু এসআইআর নিয়ে সাধারণ মানুষ মরেনি এখন বি এল ও রাও মরছে, তাই সুপারভাইজাররা আন্দোলন করছে এবং বলছে সব স্কুটিনি সম্পূর্ণ হয়ে গেছে, আর কিছু বাকি নাই, অথচ এখনো পর্যন্ত সম্পূর্ণ ফর্ম বিলই হয়নি,

শুধু তাই নয় যদি কেউ ফর্মে ভুল করে, ফর্ম কাটাকাটি হয়, সেইগুলো পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে, ৩০ থেকে ৪০ টি পরিবারের ভোটারের নামই পাওয়া যাচ্ছে না। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করছেন এবং লড়ছেন, যাতে একটা মানুষের ভোটাধিকার না যায়।তবে একটা কথা আমি বলব কার্তিক পুজো নিয়ে ভবানীপুরে কোন রাস্তা জ্যাম বা রাস্তা বন্ধ হবে না, বাসের চলাচল বন্ধ হবে না।, কিন্তু একদিন দিল্লি রাস্তা বন্ধ হয়ে যাবে। আর কটা দিন ধৈর্য ধরুন।সাথে সাথে আপনাদের জানাই একুশে নভেম্বর আমার একটি সিনেমা আসছে সেখানে আমি অভিনয় করেছি— সিনেমার নাম লক্ষীকান্তপুর লোকাল, গোটা লক্ষীকান্তপুর লোকাল কে প্রিয়া হলে তুলে আনব। আপনারা দেখতে ভুলবেন না।সবার
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন।
””সম্পা দাস,– কলকাতা