চট্টগ্রাম প্রতিনিধি।
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ।
শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দর এলাকায় বিএনপির নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানাতে জড়ো হন।
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বক্কর, চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ দলটির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, তারেক রহমানের উপস্থিতি চট্টগ্রামে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
চট্টগ্রাম পৌঁছে তিনি নগর বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। রোববার জনসভায় যোগ দেওয়া ছাড়াও ইয়ুথ লিডারদের সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে তাঁর।