সোমবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:০৭
শিরোনামঃ
Logo পাওনা টাকা চেয়েও না পেয়ে বাগ-বিতণ্ডায় হত্যা হলো ভ্যানচালক  Logo বইমেলায় তসলিমা নাসরিনের বই বিক্রির অভিযোগে স্টলে ভাঙচুর  Logo নোয়াখালীতে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ Logo আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেফতার Logo সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের দ্বিতীয় জানাজা সম্পন্ন Logo আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার Logo ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। Logo পাওনা টাকা চাওয়ার জেরে পিটিয়ে হত্যার অভিযোগ  Logo মায়ের হত্যার বিষয়ে দুই  ছেলে  থানায় পৃথক অভিযোগ Logo পারিবারিক কলহের জেরে স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর মৃত্যু

হায়রে কুপুত্র ব্যাংকার,ডাক্তার ধনী-অধমেরা বুজলোনা ‘মা’ কি আল্লাহর দান মনি।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৫, ২০২১, ১২:৫০ পূর্বাহ্ণ
  • ১৮৩ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

নগর সংবাদ।।ছেলেরা ব্যাংকার-ডাক্তার-ব্যবসায়ী, তবুও মায়ের খোঁজ নেন না কেউ!
শতবর্ষী বৃদ্ধা মরিয়ম বেগম।মরিময় বেগমের বয়স এখন শতবর্ষ। এই বৃদ্ধার রয়েছে আট সন্তান। ছয় ছেলে ও দুই মেয়ে। ছেলেরা সবাই প্রতিষ্ঠিত। বড় ছেলে আক্তার হোসেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। অন্য ছেলেদের মধ্যে আবদুল্লাহ বাকী ব্যবসায়ী, সাখাওয়াত হোসেন সাকি গার্মেন্ট ব্যবসায়ী, ছোট ছেলে ডাক্তার হুমায়ূন কবির শিশু বিশেষজ্ঞ (বিসিএস), জাহাঙ্গীর হোসেন ল্যান্ড ব্যবসায়ী এবং আলমগী হোসেন প্রবাসী। প্রবাসী আলমগীর ছাড়া পাঁচ ছেলে তাদের পরিবার নিয়ে থাকেন ঢাকায়।

এদিকে, দুই মেয়ে বিয়ে হয়ে গেছে। তাদের অবস্থাও মোটামুটি ভালো। কারো সংসারে অভাব অনটন নেই।
শুধু বৃদ্ধ মাকে ভরণ-পোষণ করতে যেন তাদের অভাবের শেষ নেই। প্রত্যেকের ঘরেই আছে শান্তির সুবাতাস। কিন্তু মায়ের অন্তর যন্ত্রনা আর অশান্তিতে ভরপুর। খেয়ে না খেয়ে বিনা চিকিৎসায় দিনাতিপাত করছেন আট সন্তানের জননী মরিয়ম বেগম। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেন প্রতিনিয়ত। কোনো ছেলে কিংবা মেয়ের ঘরে আশ্রয় হয়নি শতবর্ষী মরিয়ম বেগমের।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে একা বের হন মরিয়ম। বয়সের ভারে ন্যুব্জ মরিয়ম পড়ে যান রাস্তার পাশেই। আহত হন তিনি। ছেলে-মেয়েরা খবর না রাখায় গ্রামবাসী তাকে দেখভালের দায়িত্ব দেন ভাইয়ের ছেলে আবদুল লতিফের কাছে। আবদুল লতিফ ওই বৃদ্ধার সেবা শুশ্রুষা ও চিকিৎসা করান। এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের নরসিংহপুর (রশিমপুর) গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য আবদুর রফিক ও গ্রামবাসীরা জানান, মরিয়মের বাবা আসুর উদ্দিন সরকার ছিলেন মাইটা জমিদার। শত শত বিঘা জমি ছিল তার। মেয়ের নামে (মরিয়ম) ১৫ বিঘা জমি লিখে দিয়েছিলেন তার বাবা। একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে ঘরজামাই এনেছিলেন আবদুস সালামকে। মরিয়ম-সালামের দাম্পত্য জীবনে ছয় ছেলে দুই মেয়ের জন্ম। জমি বিক্রি করে প্রত্যেককে সুশিক্ষায় মানুষও করেছেন তারা। এখন তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত। এক বিঘা জমি বিক্রি করে গত কয়েক বছর আগে ছেলে আলমগীরকে বিদেশ পাঠান মরিয়ম। এ নিয়ে অন্য ছেলেরা মায়ের প্রতি চরমভাবে ক্ষুব্ধ হন। এখন মাকে কেউ ভরণ পোষন করেন না। মায়ের কোন খোঁজ খবরও রাখেন না।
এ বিষয়ে বৃদ্ধার ছেলে ডাক্তার হুমায়ূন কবিরের মুঠোফোনে একাধিকবার কল করলে তার সহকারী রিসিভ করে বলেন, স্যার এখন কথা বলতে পারবেন না। তিনি রোগী দেখতেছেন ঢাকার সেন্ট্রাল হাসপাতালে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, মা-বাবাকে ভরণ পোষণ না করলে ছেলে সন্তানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell