নগর সংবাদ।।বরিশালে শিশু ধর্ষকের অভিযোগে যুবককে আটক।
বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে ফিরোজ শেখ (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৩০ অক্টোবর) র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) রাতে তাকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে আটক করে র্যাব-৮। র্যাব জানিয়েছে, গত ২৬ সেপ্টেম্বর পিরোজপুর জেলার সদর থানাধীন নরখালী গ্রামের ১৩ বছরের শিশু হাফিজা খাতুনকে (ছদ্মনাম) প্রতিবেশী ফিরোজ শেখ (২৮) তার নিজ বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করেন।
মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটির বাবা পিরোজপুর জেলা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মামলার আসামি ফিরোজ পলাতক ছিল। র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির একটি অভিযানিক দল বিভিন্ন কৌশলের মাধ্যমে জানতে পারে, আসামি বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে তাকে অভিযান চালিয়ে আটত করা হয়। ফিরোজ শেখ পিরোজপুরের সদর থানাধীন বানেশ্বরপুর গ্রামের মৃত জাফর শেখের ছেলে। তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করেছে র্যাব।