নগর সংবাদ।। বাংলাদেশে নওগাঁ জেলার পোরশা উপজেলার দুটি গ্রামে সোমবার রাতে মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর শুনে আজ মঙ্গলবার সকালেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হামিদ রেজাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মি. হামিদ বলছেন, এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে ব্যাপক তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থলে তারা ঘটনার সত্যতা পেয়েছেন এবং এখন এর জন্য জড়িতদের চিহ্নিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট সবাই কাজ করে যাচ্ছে। উপজেলা প্রশাসন বলছে, মন্দিরগুলোতে ঢুকে প্রতিমা ভাংচুরের এমন ঘটনা ওই অঞ্চলে অনেকটাই নজিরবিহীন। তবে, এ ঘটনাটি এমন সময় ঘটল যখন সারা দেশের প্রশাসন ও পুলিশ গত ১৩ই অক্টোবর কুমিল্লায় একটি মন্দিরে কোরআন পাওয়ার পর সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির মণ্ডপ ও বাড়িঘরে দুর্গাপূজার সময় যে হামলা হয়েছে তার তদন্ত চালিয়ে যাচ্ছে। সরকার থেকেও দফায় দফায় হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে তাদের পাশে থাকা এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার কথা বলা হচ্ছে।