নগর সংবাদ।। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে বাসায় থাকতে দিয়েছি, সেখান থেকে সে আবার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছে এটাই কি বেশি নয়।
তিনি বলেন, আমার যেটুকু ক্ষমতা ছিল আমি দেখিয়েছি। আর কত চান, আমাকে বলেন। কেউ যদি আপনাকে হত্যার চেষ্টা করে, আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন? এখন সে অসুস্থ, ওই যে বললাম না রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। সেটাই মনে করে বসে থাকেন।
বুধবার (১৭ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বাইরে যাওয়ার সুযোগ নিয়ে জানতে চাইলে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, আপনাদের এ বিষয়ে প্রশ্ন করার আগে লজ্জা হওয়া দরকার। যারা আমার বাপ-মা, ভাই, আমার ছোট রাসেলকেও হত্যা করিয়েছে। তারপরও আমরা অমানুষ না। অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার, চিকিৎসা করানোর ব্যবস্থা করে দিয়েছি। আমার এক্সিকিউটিভ অথরিটিতে।
প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফর করেন। রোববার (১৪ নভেম্বর) সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।