জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৯ জন অস্বচ্চল বীর মুক্তিযোদ্বা পেতে যাচ্ছেন নয়টি বীর নিবাস। বীর নিবাস প্রাপ্ত মুক্তিযোদ্বারা হলেন,এ, কে, এম সামসুল হক, সৈয়দ সাহাব উদ্দিন, মোঃ আব্দুল মোনায়েম, মোঃ শহিদ মিয়া, বাচ্চু মিয়া, শম্ভু চক্রবর্তী, হাফিজুর রহমান, মোঃ আবু শ্যামাও দীনেশ চন্দ্র দাস ।আবাসন প্রকল্পের জন্য ৯ বীর মুক্তিযোদ্বার তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানিয়েছে। অসহায় ও অস্বচ্ছল মুক্তিযোদ্বাদের আবাসন সমস্যা দুরীকরণের কথা চিন্তা করে সরকার এ উদ্যােগ গ্রহণ করেছেন। মেসার্স শাপলা এন্টার প্রাইজ নামক একটি ঠিকাদারী প্রতিষ্টান এ সমস্ত বীরনিবাস নিমার্নের দায়িত্ব পেয়েছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে। প্রতিটি বীর নিবাস নির্মানে সরকারের ১৩ লক্ষ ৪৩ হাজার ৬১৭ টাকা নির্মান ব্যয় ধরা হয়েছে। ৯ টি বীর নিবাস তৈরীতে সরকারের খরচ হবে প্রায় ১ কোটি,২০ লক্ষ ৯২ হাজার ৫৫৩ টাকা. উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন জানান টেন্ডার কাজ শেষ হয়েছে এবং খুব দ্রুত নির্মান কাজ শুরু হবে বলে জানিয়েছেন।