নগর সংবাদ।।ভাগ্যে কি নির্মম নাটোরে -বাড়ীতে লাশ নিয়ে যাওয়ার পথে লাশ হয়ে গেলো।
লাশ নিয়ে ফেরার পথেত্রিমুখি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে একজন এবং গুরতরো আহত হয়েছে ছয় যাত্রী। এম্বুলেন্সে করে নাটোরের সিংড়া উপজেলার ঈশ্বরদীতে লাশ নিয়ে বাসায় ফিরছিলেন স্বজনরা।
পথিমধ্যে সিংড়া উপজেলার নিংগইন হাইটেকপার্ক এলাকায় অপরদিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে । এতে ঘটনাস্থলেই নিহত হয় নি আহমেদ (২২) নামে এক যুবক। একই সাতে এম্বুলেন্সের ছয় যাত্রী আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে থাকা নয়ন (৪০), কান্তী রানীসহ (৫৫) ছয় যাত্রীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহত যুবকের লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।