নগর সংবাদ,,রিপোর্টার কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাস।।কলকাতায় ঘুরে বেড়াচ্ছে স্যানিটাইজার গাড়ি চলছে পুরোদমে রাস্তাঘাট স্যানিটাইজ করা
কলকাতায় ঘুরে বেড়াচ্ছে স্যানিটাইজার গাড়ি চলছে পুরোদমে রাস্তাঘাট স্যানিটাইজ করা, পুনরায় করোণা কলকাতায় রোজ বেড়েই চলেছে, তাই কলকাতা কর্পোরেশনের উদ্যোগে এলাকায় এলাকায় করা হচ্ছে স্যানিটাইজার, আজ হাজরা থেকে শুরু করে ভবানীপুর হয়ে রবীন্দ্র সদন এক্সাইড এবং পুনরায় ঘুরে যদুবাবুর বাজার, ভবানীপুরে শেষ করলেন স্যানিটাইজার দেওয়ার কাজ ,এর সাথে সাথে বিভিন্ন এলাকায় গাড়ির সাহায্যে মাইকিং এর ব্যবস্থা করে জনগণকে সতর্ক থাকার কথা বলেন, এবং নিয়ম বিধি মেনে চলার কথা বলেন, সাথে সাথে জনগণকে জানান আপনারা রাস্তার বাইরে বেরোলে অতি অবশ্যই মাক্স পড়বেন এবং স্যানিটাইজার সঙ্গে রাখবেন, যদি আপনারা সতর্ক না হন তাহলে এই ভয়াল করোনা থেকে কোনভাবেই রক্ষা করা সম্ভব নয়, এবং এর কোন বিকল্প সহযোগিতা নাই। কলকাতা কর্পোরেশন এর সহযোগিতায় প্রতিদিন এই স্যানিটাইজার বহনকারী গাড়ি রাস্তা থেকে শুরু করে ,বাজার ও বিভিন্ন মার্কেটে স্যানিটাইজার করে চলেছে, জাতে মানুষ সুস্থ থাকতে পারে এবং ভয়াবহ রোগ থেকে মুক্তি পায় ।