নগর সংবাদ,,সেলিম চৌধুরী -চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে মাইজপাড়ায় গৃহবধূ রিজা আকতার কে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা অভিযোগ উঠেছে। এঘটনায় রিজার পিতা আবু সিদ্দিক বাদী হয়ে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে ডিসেম্বর রাতে। এতে বিবাদীরা হলেন, রিজার স্বামী মোঃ ফোরকান, শশুর মোঃ সিরাজ, রোকেয়া বেগম, হামিদা বেগম । অভিযোগ সুএে জানাযায় গত ৩ বছর আগে পটিয়ার উপজেলার খরনা ইউপি শামসু মেম্বার বাড়ি আবু সিদ্দিক এর মেয়ে রিজার আকতার এর সাথে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মাইজপাড়া গ্রামের সিরাজ এর ছেলের মোঃ ফোরকান এর সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকে রিজা আকতার কে নানান অজুহাত তুলে শশুর শাশুড়ীসহ সকলে মিলে বিভিন্ন সময় মারধর ও শারীরিক মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত ২০ ডিসেম্বর রাতে হত্যার উদ্দেশ্য রিজা আকতার কে তার স্বামী ফোরকানসহ শশুর শাশুড়ী মিলে রাতে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে বলে অভিযোগ সুএে জানাযায়। বর্তমানে রিজা আকতার এক কন্যা সন্তান নিয়ে তার পিতা বসতভিটায় অভাব অনটনে দিনপাত করছে। সে এব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। কাঞ্চনাবাদ ইউপি সদস্য শাহ আলম ও ঝরনা ইউপি সদস্য শামসুল আলম বিষয়টি সত্যিতা নিশ্চিত করেন। রিজা আকতার এর পিতা আবু সিদ্দিক জানান, আমার মেয়ে ৩ বছর বিয়ে হয়েছে, তার শশুর বাড়িতে একদিনও শান্তিতে চিনলনা, নানান অজুহাত তুলে বিভিন্ন সময় মারধর করা হয়েছে, এনিয়ে স্থানীয় গন্যমান্যব্যাক্তিবর্গ একাধিক শালিশ বিচার হয়। কিন্তু তাদের অত্যাচার নির্যাতনের কারণে প্রায় সময় আমার বাড়িতে রেখেছি, সর্বশেষ তার স্বামী ফোরকান বিদেশ থেকে এসে যৌতুক দাবি করে মারধর করে এবং গলা চেপে হত্যার চেষ্টা করে, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ে করেছি চন্দনাইশ থানার পুলিশ তদন্ত করে ব্যাবস্তা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান আবু সিদ্দিক।