আজ প্রখ্যাত কার্টুনিস্ট শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথের জীবনাবসান হলো…… মৃত্যুকালে বয়স হয়েছিল 97 বছর, আজ সকাল দশটা 15 মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার মিন্টু পার্কের কাছে বেলভিউ নার্সিংহোম প্রয়াত হন তিনি, বেসরকারী হাসপাতাল সূত্রের খবর ,এদিন সকাল থেকেই তাহার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে, চিকিৎসায় সারা দিচ্ছিলেন প্রবীণ এই কার্টুনিস্ট, গত 24 ডিসেম্বর তাহাকে হাসপাতালে ভর্তি করা হয় ,কিডনির সমস্যার পাশাপাশি রক্তে অক্সিজেনের মাত্রা কমে ছিল ,অবস্থার অবনতি হওয়ায় 16 জানুয়ারি ভেন্টিলেশনে রাখা হয়েছিল, চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করেও ধরে রাখতে পারলেন না, বিদায় নিলেন চিরতরে সাহিত্যিক নারায়ণ দেবনাথ,, নারায়ণ দেবনাথের বর্ণময় জীবনের কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার,.. 2013 পেয়েছিলেন বঙ্গভূষণ পুরস্কার, 2013 আরো একটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সাহিত্য একাডেমী থেকে সেন্ট্রাল গভর্মেন্ট অ্যাওয়ার্ড, ডি লিট ফ্রম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি 2014, বিদ্যাসাগর পুরস্কার 2016, পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 2021, তবে এই শিল্পীর নিজের কথায় পাঠকদের কাছে যা ভালোবাসা আমি পেয়েছি ,তার কাছেএই সকল পুরস্কার কিছুই নয়।