শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:৫১
শিরোনামঃ
সমুদ্রপথে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ-৩১০ জন বাংলাদেশে ফিরল। ফটো সাংবাদিক রফিক উদ্দিনের মৃত্যু -নগর সংবাদের শোক।। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুস কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন।। বি এন পি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না: রিজওয়ানা চৌহালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে -নগর সংবাদ পরিবারের শোক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ইঙ্গিত-বিএনপির শীর্ষ নেতাদের কণ্ঠে। নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার ছোট- খাটো ঘটনা ঘটলে থানায় যেতে হবেনা,গ্রাম আদালতে সমাধান সম্ভব- ডিসি মোঃ রায়হান কবির

মা-মেয়েকে মারধরের পর গায়ে মরিচের গুঁড়া লাগিয়ে নির্যাতনের অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩০, ২০২২, ১০:৪৬ অপরাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শেরপুরে পরকীয়ার অভিযোগ তুলে ৪৫ বছর বয়সী এক বিধবা ও তার মেয়েকে মারধরের পর গায়ে মরিচের গুঁড়া লাগিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। যদিও ওই নারীর দাবি, যার সঙ্গে পরকীয়ার অভিযোগ তোলা হয়েছে, তার সঙ্গে বিয়ে পড়িয়েছেন এক মাওলানা। সেই ব্যক্তিও স্বীকার করেছেন ওই নারীকে বিয়ের কথা।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা-কাটাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।

স্বজন ও প্রতিবেশীরা জানান, দাওধারা-কাটাবাড়ি গ্রামের আব্দুর রহিমের সঙ্গে ওই নারীর প্রয়াত স্বামীর বন্ধুত্ব ছিল। বন্ধুর মৃত্যুর পর রহিমের সঙ্গে ওই নারীর যোগাযোগ বেড়ে যায়। এ নিয়ে এর আগে একাধিকবার দুই পরিবারের মধ্যে ঝগড়াও হয়।

গত শুক্রবার বিকেলে ওই নারী ও তার নবম শ্রেণিপড়ুয়া মেয়ে বাড়িতে ছিলেন। এ সময় রহিমের স্ত্রী, তিন মেয়ে, পুত্রবধূ ও নাতি মিলে ওই নারীর বাড়িতে ঢোকেন এবং তাকে উপর্যুপরি মারধর শুরু করেন। মাকে বাঁচাতে গেলে তার মেয়েকেও মারধর করা হয়।

এ সময় ওই নারীর মাথার চুল টেনে ছিঁড়ে ফেলে তার গায়ে মরিচের গুঁড়া ঢেলে শরীরের বিভিন্ন অংশে মাখিয়ে দেওয়া হয়। এতে মা-মেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

পরে সেই নারী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। বাড়ি যাওয়ার পর বেশি অসুস্থ বোধ করায় আবারও শনিবার হাসপাতালে ভর্তি হন তিনি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ শোনা গেছে।

এদিকে ঘটনাটি শোনার পর রোববার বিকেলে থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক তদন্ত শেষ করে।

এ বিষয়ে আব্দুর রহিম বলেন, ‘ওই নারীকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলায় নিয়ে এক মাওলানার মাধ্যমে বিয়ে করেছি। তবে বিয়ে রেজিস্ট্রি করিনি। এখন আমি রেজিস্ট্রির মাধ্যমে তাকে বিয়ে করবো।’

তবে বিধবা নারী বলেন, ‘আমাকে শুধু এক মাওলানা দিয়ে বিয়ে পড়ানো হলেও সে সময় অন্য কোনো সাক্ষী রাখা হয়নি এবং রেজিস্ট্রিও করা হয়নি। এমন নির্যাতনের পর আমি রহিমকে বিয়ে করবো না।’

নির্যাতনের শিকার ওই নারীর মেয়ে এবং ছেলে আইনি সহায়তা চেয়ে হামলাকারীদের বিচার দাবি করেছেন। স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর আবেদনসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell