নগর সংবাদ।।নরসিংদীর আমদিয়াতে কাইয়ুম মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভুইয়ম গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
কাইয়ুম মিয়া মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের বীর মুক্তিযোদ্ধা রশিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন। সম্প্রতি দেশে ফিরেন তিনি।
পুলিশ জানায়, আমদিয়া ইউনিয়নের ভুইয়ম গ্রামে মুক্তিযোদ্ধা রশিদ মিয়ার বাড়ির একটু অদূরে মাঠের পাশে মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এসময় মাধবদী থানায় খবর দিলে দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, গলাকাটা অবস্থায় মরদেহ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে পুলিশ।