নগর সংবাদ।।সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় ইদ্রিস আলী পটু (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন ওয়ারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার উদ্দেশে ইদ্রিস আলী বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেল এসে সজোরে তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।